করনা মহামারীতে এখন সারা বিশ্বের মত বাংলাদেশও স্থব্দ। যেহতু এই রোগের কোন চিকিৎসা এখনও পর্যন্ত উৎভাবিত হয়নি, তাই এই মহামারী মোকাবেলার নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকরনই বেঁচে থাকার এক মাত্র পথ। তাই আজকের প্রতিবেদনে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার উপায় তুলে ধরার প্রচেষ্টা করা হলো।