ভাপা সর্ষে পটল রেসিপি

পটল দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ধরনের রান্না করে থাকি। আজকে আমরা আপনাদের পটলের তৈরি ভিন্ন একটি আইটেমের রেসিপি দেখাবো। মজাদার আইটেমটি হচ্ছে ভাপা সর্ষে পটল। চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন মজাদার ভাপা সর্ষে পটল।

 পদ্ধতি

ভাপা সর্ষে পটল তৈরির উপকরণ

  • পটল- ৬টি
  • সর্ষে বাটা- ১/২ কাপ
  • কোরানো নারিকেল- ১.৫ চা চামচ
  • লবণ- পরিমাণমতো
  • পোস্ত বাটা- ১.৫ চা চামচ
  • হলুদ গুড়ো- ১/২ চা চামচ
  • কালোজিরা- ১/২ চা চামচ
  • মরিচ গুড়ো- ১/২ চা চামচ
  • সর্ষের তেল- ১.৫ চা চামচ
  • কাঁচামরিচ ফালি করা- ৪-৫টি

ভাপা সর্ষে পটল প্রস্তুত প্রণালী

  • (১) প্রথমে পটলের খোসা ছিলে ২ পাশ কেটে নিতে হবে।
  • (২) তারপর পটলগুলো ৭-৮ মিনিট সেদ্ধ করে নিবো।
  • (৩) সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে পটলগুলো নিয়ে তাতে একে একে সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল কোরানো, হলুদ, মরিচ গুড়ো, লবণ আর কালোজিরা নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • (৪) ভালোভাবে মেখে নিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে।
  • (৫) এবার একটি স্টিলের বক্সে মসলা সহ পটল ভরে নিতে হবে।
  • (৬) তারপর এতে সর্ষের তেল এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে দিবো।
  • (৭) এবার একটি কড়াই বা বড় পাতিলে ২ কাপ পরিমাণ পানি নিতে ফুটাতে হবে।
  • (৮) পানি ফুটানো হলে তাতে পটল ভর্তি স্টিলের বক্স দিয়ে দিবো।
  • (৯) ২০ মিনিট এভাবেই অল্প আঁচে ভাপে রান্না করতে হবে।

খুব সহজে তৈরি হয়ে গেলে নামিয়ে গরম ভাত কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। খুব সহজেই অল্প সময়ে রান্না করুন এবং উপভোগ করুন মজাদার ভাপা সর্ষে পটল।

মন্তব্য করুন »

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
০৫, ফেব্রুয়ারী, ২০২০, ১০:২৭ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
০৫, ফেব্রুয়ারী, ২০২০, ৯:৫৩ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
০৫, ফেব্রুয়ারী, ২০২০, ১২:২৯ পূর্বাহ্ণ - বিবিসি ফ্লাই
লেখক সম্পর্কে »
জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim