ফোন থেকে ব্লক করুন অবাঞ্ছিত কল, খুব সহজে ব্লক করে দিন অবাঞ্ছিত নম্বরগুলি

আমাদের ফোনে এমন অনেক নম্বর থেকে ফোন আসে যেগুলি আমরা ধরতে চাই না। এর মধ্যে অন্যতম টেলিকম সংস্থা বা ক্রেডিট কার্ড কোম্পানির ফোনগুলি। কোন কাজে গভীরভাবে মননিবেষ করলেই ফোন চলে আসে এই নম্বরগুলি থেকে। এবার এই নম্বরগুলি থেকে মুক্তি পাওয়ার সময় এসে গিয়েছে। আপনি যদি স্মার্টফোন ব্যাবহার করেন তবে নিজের ফোন থেকে ব্লক করে দিতে পারবেন যে কোন আবাঞ্ছিত নম্বর। এরপরে সেই নম্বর থেকে আপনার ফোনে আর কোন ফোন আসবে না। এছাড়াও আপনি যোগ দিতে পারেন অপারেটারের ডু নট ডিস্টার্ব প্রোগ্রামে। এর ফলে আপনার নম্বরে আসবে না কোন প্রোমোশানাল কল। আসুন দেখে নেওয়া যাক কিভাবে ব্লক করবেন এই নম্বরগুলি

ফোন থেকে ব্লক করুন অবাঞ্ছিত কল, খুব সহজে ব্লক করে দিন অবাঞ্ছিত নম্বরগুলি

 

ন্যাশানাল ডু নট কল রেজিস্ট্রি

ফেডারাল ট্রেড কমিশানের মাধ্যমে আপনি ব্লক লিস্টে তিনটি নম্বর যোগ করতে পারেন। যদিও রেজস্ট্রেশানের জন্য আপনাকে নিজের ইমের আইডি দিতে হবে। এই সার্ভিসে নম্বর যোগ করার জন্য DoNotCAll.gov তে গিয়ে আগে নিজের নম্বর রেজিস্টার করুন। সাধারনত এক দিনের মধ্যেই আপনার নম্বর এই সার্ভিসে রেজিস্টার হয়ে যাবে। কিন্তু এক মাস পরেও আপনার সার্ভিস প্রোভাইডার যদি এই সার্ভিসে আপনার নম্বর যোগ না করেন তবে আপনি সার্ভিস প্রোভাইডারের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারবেন।

অ্যানড্রয়েড ফোনে কল ব্লকিং

অ্যানড্রয়েড ফোনে কল ব্লকিং জন্য অপারেটিং সিস্টেমে ইন বিল্ট ফিচার। এর জন্য নীচের স্টেপগুলি ফলো করুন।

স্টেপ ১। ফোনে যান

স্টেপ ২। ডান্দিকে উপরে তিনটি ডটে ট্যাপ করুন।

স্টেপ ৩। সেটিংস সিলেক্ট করুন।

স্টেপ ৪। এরপরে কল ব্লকিং সিলেক্ট করুন।

স্টেপ ৫। এখানে অ্যাড এ নম্বর সিলেক্ট করে যে নম্বরটি ব্লক 

 

করতে চান সেই নম্বরটি দিয়ে সেভ করে দিন। এখাধিক নম্বর অ্যাড করতে পারবেন এই ফিচারে।

এই সেটিংস লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১ এ পেয়ে যাবেন। তবে পুরোনো অ্যানড্রয়েড ভার্সানে এই অপশাঙ্গুলি একটু এদিক ওদিক হতে পারে।

 

iOS 7 ও পরের ভার্সানে কল ব্লকিং

অ্যাপেল ডিভাইসেও রয়েছে ইনবিল্ট কল ব্লকিং সিস্টেম। এই সিস্টেমে আপনি অবাঞ্ছিত কল ব্লক করে ফেলতে পারবেন। এর ফলে সেই লনম্বরে ব্লক হয়ে যাবে ভয়েস কল, টেক্সট মেসেজ ও ফেসটাইম। যদিও যাকে ব্লক করেছেন তিনি কখনই বুঝতে পারবেন না এই ব্লকিং এর বিষয়ে। নিচের স্টেপগুলি ফলো করে অ্যাপেল ডিভাইসে যে কোন নম্বর ব্লক করে ফেলতে পারবেন।

 

স্টেপ ১। ফোন সেকশানে যান। iOS 11 এ আপনাকে যেতে হবে জেনারেল ও তারপরে ফোন।

স্টেপ ২। এখানে আপনি পাবেন কল ব্লকিং ও আইডেন্টিফিকেশান এর অপশান।

স্টেপ ৩। এখানে আপনি যে নম্বরটি ব্লক করতে চান সেটি অ্যাড করে দিন।

স্টেপ ৪। এবার ব্লক কনটাক্ট নামের নীল বাটনে ট্যাপ করুন ও যে নম্বরগুলি ব্লক করতে চান সেগুলি সিলেক্ট করুন।

স্টেপ ৫। আনব্লক করার জন্য ডান দিকে উপরে এডিট অপশানে ক্লিক করে নম্বরের পাশে লাল বোলামে ট্যাপ করুন।

 

স্টেপ ৬। এরপর লাল আনব্লক বাটনে ট্যাপ করে কনফার্ম করে দিন।

মন্তব্য করুন »
AR Abrar - ১০, সেপ্টেম্বর, ২০২০, ৪:৪৩ অপরাহ্ণ - উত্তর করুন

Valo

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
০১, ডিসেম্বর, ২০১৯, ১০:২৪ পূর্বাহ্ণ - লতিফা বেগম
২৫, নভেম্বর, ২০১৯, ২:২৩ পূর্বাহ্ণ - সুমাইয়া ইসলাম তিশা
লেখক সম্পর্কে »
জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
০৪, সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩৬ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim