বিরিয়ানী রেসিপি| জিভে জ্বল আনা ইলিশের কাচ্চি বিরিয়ানী

নানা উপলক্ষে কাচ্চি বিরিয়ানি তো খাওয়াই হয়, ইলিশ মাছের কাচ্চি বিরিয়ানি খাওয়া হয়েছে কখনও! ইলিশের কাচ্চি বিরিয়ানি- নামটার মধ্যেই কেমন একধরণের সুবাস পাওয়া যাচ্ছে, কী, তাইতো? এবার রেসিপি দেখে তৈরি করে নিন এবং প্রিয়জনদের মধ্যে পরিবেশন করুন ব্যতিক্রম এই রেসিপিটি

বিরিয়ানী রেসিপি| জিভে জ্বল আনা ইলিশের কাচ্চি বিরিয়ানী

ইলিশ মাছের কাচ্চি বিরিয়ানী যেভাবে রান্না করতে হয় :

কাচ্চি বিরিয়ানী রান্নার উপকরণ :

ইলিশঃ ১ টি (৮ পিস)

টক দইঃ ৩/৪ কাপ

পেঁয়াজ বেরেস্তাঃ ১/২কাপ

লবনঃ স্বাদমত

আদা বাটাঃ ১ চা চামচ

লাল মরিচের গুঁড়াঃ ২ চা চামচ

কাচামরিচ ফালিঃ ৫-৪পিস

চিনিঃ ১চা চামচ

গরম মশলা একসাথে গুড়ো/বাটাঃ ১চা চামচ

সরিষার তেলঃ ১/৪কাপ ও ঘীঃ ২ টেবিল চামচ

জর্দ্দার/ জাফ্রান রংঃ ১/৪চা চামচ

মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

মাছ বাদে সব উপকরন একসাথে ব্লেন্ড করে মাছের সাথে মিশিয়ে কমপক্ষে ১ ঘন্টা মেরিনেড করে রাখুন।একটি ভারী ও বড় ছড়ানো প্যানে মেরিনেড করা মাছ বিছিয়ে রাখুন।

বিরিয়ানীর চাল প্রস্তুত প্রণালী:

বিরিয়ানী রেসিপি| জিভে জ্বল আনা ইলিশের কাচ্চি বিরিয়ানী

পোলাউ বা বাসমতী চালঃ ৪কাপ

আদার রসঃ ১ টেবিল চামচ

দারুচিনিঃ ২ টুকরা,

এলাচঃ ৩ টি,

তেজপাতাঃ ২ টি,

শাহি জিরাঃ ১ চা চামচ,

কাচা মরিচঃ ৫ টি

লবনঃ স্বাদমত

গরম ফুটন্ত পানিঃ ৭কাপ

চাল ধুয়ে পানি ঝড়িয়ে নিন।

একটি প্যানে তেল গরম করে সব মশলা দিয়ে চাল দিয়ে ২মিনিট ভাজ়ুন।পানি চালে দিয়ে ভাল করে নেড়ে দিন। লবন দেখুন।কয়েকবার ফুটে উঠলে আর চাল পানির সমান হলে, ভাল করে নেড়ে ঢাকনা দিয়ে চুলার তাপ একদম কমিয়ে দিন। ১৮ মিনিট এভাবে রাখুন।১৮ মিনিট পর চুলা বন্ধ করুন। ঢাকনা খুলে ভাত নেড়ে দিন।

বিরিয়ানী তৈরির প্রস্তুত প্রণালীঃ

• পেঁয়াজ বেরেস্তাঃ ১/২কাপ

• গুড়োদুধঃ ১/৪কাপ

• ঘিঃ ২ টেবিল চামচ

• জর্দ্দার রংঃ সামান্য(১/২ কাপ দুধে ভিজানো)

মাছ বিছানো হাড়িতে মাছের উপর অর্ধেক বেরেস্তা, গুড়োদুধ বিছিয়ে দিন। তার উপর অর্ধেক ভাত দিন।আবার বাকি বেরেস্তা, গুড়োদুধ দিয়ে ভাত দিন। উপরে ঘি ও দুধের রঙ ছিটিয়ে ভাল করে ঢাকনা দিয়ে দিন।আটার দলা দিয়ে ঢাকনার চারিপাশ মুড়ে দিন যাতে ভাপ না বের হতে পারে।৫ মিনিট মাঝারি আচে রান্না করুন।তারপর অল্প আচে দমে রাখুন ৩০ মিনিট।তাওয়া গরম করে তার উপর আরো ২০ মিনিট রাখতে পারেন।চুলা বন্ধ করে বিরিয়ানির পাত্রটি পরিবেশনের পাত্রে উল্টিয়ে ঢালুন।গরম গরম পরিবেশন করুন।

মন্তব্য করুন »

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
০৫, ফেব্রুয়ারী, ২০২০, ১০:২৭ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
লেখক সম্পর্কে »

সম্পাদক ও প্রকাশক: আরিফুল ইসলাম । ফোনঃ ০১৮৭৪৪০৬৯৭৭, ফ্যাক্সঃ ৯৯৩০৪৮৬, ১০১২/১ জামতলা মোড়, শরপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬,বাংলাদেশ ই-মেইলঃ [email protected]

জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim