কবিতাঃ বৃদ্ধাশ্রমে মা বাবা - লেখকঃ এ এম সিফাত

বৃদ্ধাশ্রমে মা বাবা

         এ এম সিফাত

বৃদ্ধাশ্রমে মা বাবা অবহেলিত,
তারা পড়ে আছে অনাদৃত।

আজকের সমাজে তাদের মূল্য নেই,
এই সমাজে তাদের স্থান নেই।
তারা যেন সমাজের বোঝা!!!
এই মতবাদ নিয়ে চললে,
দেশ যাবে কোথা?
শিক্ষিত অধমদের নিয়ে
কতদূর এগুবে ?

যারা নিজ স্বার্থে মা বাবাকে ছাড়তেও রাজী,
তারা কেন বেঁচে আছে এই সমাজে?
তাদের হত্যা করা উচিত খুঁজে খুঁজে।

তারা ভুলে গিয়েছে ঐ মায়ের কথা,
যেই মা তাকে ধারণ করেছিল,
১০ মাস ১০ দিন তার গর্ভে,
যেই মা রেখেছিল সবার উর্ধ্বে।

ভুলেছে ঐ বাবার কথা?
যিনি তাকে নিয়ে ঘুরতে যেত বিকালে,
যিনি পথ দেখিয়েছে সামনে এগোতে,
যিনি সকালে বেরোতেন,
ফিরতেন রাতে,
ছেলের জন্য কিছু কিনে আনতে।

সেই মা বাবা আজ কষ্ট করছে,
ঐ নরকের মত বৃদ্ধাশ্রমে,
এই লেখা ছিল তাদের কপালে?
তারা পড়ে আছে নির্জিবের মত,
আসছেনা সন্তান ফিরিয়ে নিতে,
কান্না করছেন যত।

সেই সন্তানরা গড়বে সুশীল সমাজ?
যারা দেয়নি মর্যাদা,
মা বাবাদের আজ।
তারা করবে কি দেশের কাজ?

অপারগ হয়ে মা বাবার জন্য।
তারা আসল মানিক বৃদ্ধাশ্রমে রেখে,
খুঁজছে জগত তন্য তন্য!!!

তারা আসল মানিক চেনেনি,
তারা আসল মানিক বুঝেনি,
তা হইলে আনিবে কি করে,
দেশের জন্য রত্ন?

বৃদ্ধাশ্রমে মা বাবাদের যন্ত্রণা দিচ্ছ,
দোষ কি তাদের?
এই যে তারা তোমায় জন্ম দিয়েছে?

কেন বুঝনা সহজ কথা?
আজ হোক কিংবা কাল,
তুমিও দেখবে আগামীকাল!
তোমার সন্তানরাও শিখবে,
তোমার কাছ হতে,
তারাও তোমায় বৃদ্ধাশ্রমে রেখে,
দেখবেনা আর ফিরে।
তখনই বুঝবে যথাযথ।

বৃদ্ধাশ্রম কারাগারের চেয়েও জঘন্য,
মা বাবারা গেল যেন মৃত্যুর জন্য।

ছোটবেলায় যখন তুমি আঘাত পেতে,
মা তোমায় আঁচল তুলে নিত নিজ কোলে,
সেই স্মৃতি হয়তো গিয়াছ ভুলে।

বাবা তোমায় নতুন খেলনা,
নতুন কাপড় জোগাতে,
ভুলে গিয়েছিল বাসায় ফিরতে,
রাতদিন কাজ করে, সবকিছু নিয়ে,
তারপর ফিরে!!!

একবার স্মরণ কর সেই ছোট্ট বেলার স্মৃতি,
স্মরণ কর সেই অতীতের গেয়ে যাওয়া গীতি।
স্মরণ কর মা বাবার জীবন দেওয়া প্রীতি।



মন্তব্য করুন »

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
লেখক সম্পর্কে »

যে বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি তা নিয়ে লিখি

জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim