অভিনয়ে পেশায় ক্যারিয়ার গড়তে জেনে নিন কিছু দারুন কার্যকরী টিপস

ছোটবেলায় কোন নায়ক বা নায়িকাকে নকল করে তার মত হবার চেষ্টা কম বেশি আমাদের প্রায় সবারই ছিল। ব্যাপারটা অনেক আগে থেকেই প্রচলিত। অনেকের মনেই তাই বেশ ছোট বয়স থেকেই অভিনয় করার একটা সুপ্ত বাসনা তৈরি হয়। কিন্তু পরে, বিভিন্ন কারনে দেখা যায় সে ইচ্ছাটা আর পূরন হয় না। আবার অনেকেই ঠিক জানেন না, অভিনয়কে কি পেশা হিসাবে নেয়া সম্ভব কি না।

অভিনয়ে পেশায় ক্যারিয়ার গড়তেঃ

নিলেই বা সেটা কীভাবে সম্ভব? অভিনয় একটি শিল্প। অন্য সব শিল্পের মতোই এটিও আয়ত্তের জন্য অধ্যবসায় এবং চর্চার কোন বিকল্প নেই। তবে কেউ যদি মনে করেন অভিনয় করতে হলে খুব সুন্দর মুখশ্রী, লম্বা-চওড়া শরীর এসবের প্রয়োজন, সেটা ভুল। অভিনয়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ন হলো অবজারভেশন ক্ষমতা বাড়ানো। একজন মানুষ তখনই ভাল অভিনেতা যখন তিনি একজন ভাল দর্শক। দর্শক হিসেবে অবলোকন করার ক্ষমতা যত সূক্ষ্ম হবে, অভিনয়ের ক্ষেত্রে চরিত্রায়ন তত সহজ এবং জীবন্ত হবে।

চারপাশ পর্যবেক্ষণ করা

ভাল অভিনয় শিল্পী হবার জন্য বা অভিনয়ে পেশায় ক্যারিয়ার গড়তে প্রথমেই প্রয়োজন নিজের চারপাশ, পরিস্থিতি, মানুষজন লক্ষ্য করা। একেক মানুষ একেক অবস্থায় একেক রকম আচরণ করে। এই ব্যাপারগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। কারণ আমাদের আশেপাশেই লুকিয়ে থাকে বিভিন্ন রকম অভিনয়ের উপকরণ এবং চরিত্র।

প্রচুর বই পড়তে হবে

যারা ছোটবেলা থেকে বই পড়তে পছন্দ করেন তারা বিভিন্ন রকম চরিত্র ও পরিবেশের সাথে ছোট থেকেই পরিচিত থাকেন। তারা কল্পনা করতে ভালবাসেন, চিন্তা করে অনেক সমস্যার সমাধান দিতে পারেন এবং তাদের জ্ঞানের পরিধি বাকিদের চেয়ে বিস্তৃত হয়ে থাকে। অনেক বইয়েই মূল চরিত্রের চেয়ে ছোট অথবা পার্শ্ব কোন চরিত্র বেশি আকর্ষণীয় হয়। অভিনয়ের জায়গাটা অনেক বেশি থাকে। তাই বই পড়ার মাধ্যমে নিজের অভিনয়ের নেশাটা আরেকটু ঝালিয়ে নেয়া সম্ভব। বিভিন্ন ভাষায় লিখা বাংলায় অনূদিত বইগুলোও কিন্তু পড়তে বেশ দারুণ লাগবে। তাই দৈনিক কিছুটা সময় বের করে কিছু বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

নিজেকে বুঝতে হবে

কেউ অভিনয় করতে চায় শখের বশে, অভিনয়ে পেশায় ক্যারিয়ার গড়তে আবার কেউবা খ্যাতির জন্য আবার কেউ শুধুই আনন্দের জন্য। কিন্তু অভিনয় ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্বের সাথে না নিলে একে আয়ত্ত করা খুবই কঠিন ব্যাপার। নিজেকে প্রশ্ন করতে হবে, ভিতর থেকে অভিনয়ের ক্ষিধা চাগিয়ে না উঠলে এই পেশাটা আসলে আপনার জন্য না। তাই সময় থাকতে নিজেকে বারবার প্রশ্ন করুন আসলে আপনি কেন এই পেশায় আসতে চান। টাকা-পয়সা, খ্যাতি, সময় কাটানোর উপকরণ হিসেবে অভিনয়কে না নেয়াই ভাল। কোনকিছুর প্রতি সীমাহীন প্রেম না জন্মালে তা ভবিষ্যতের জন্য তেমন কোন সুফল বয়ে আনতে পারে না।

দেশি–বিদেশি সিনেমা দেখা

অভিনয় সম্পর্কে জানার ও বোঝার জন্য সবচেয়ে শক্তিশালী উপায় হচ্ছে দেশী-বিদেশী নানা রকম সিনেমা, নাটক দেখা। এসব কাজের মাধ্যমে দেশ-বিদেশের সংস্কৃতি, অভিনয়ের ধরন, ছোটখাট অনেক বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরবর্তীতে কোন ধরনের চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে এই অভিজ্ঞতা খুব কাজে দিবে।

অভিনয়ে পেশায় ক্যারিয়ার গড়তে - ভিত তৈরি

যে সময়েই অভিনয় করার পরিকল্পনা করা হোক না কেন তখন থেকেই কোন না কোন থিয়েটার অথবা অভিনয়ের স্কুলে ভর্তি হয়ে যাওয়া ভালো। নিয়মিত প্রশিক্ষণ, ক্লাস, অভিনয়ের মহড়ায় অংশগ্রহণ করলে গোঁড়া থেকেই অভিনয়ে পাকাপোক্ত একটি ভিত তৈরি করা সহজ হয়। যেকোন কিছুতেই পারদর্শী হতে হলে ভিত্তিটা ভালভাবে গড়ে নিতে হয়। তা না হলে বেশিদূর আগানো সম্ভব হয় না। বড় পর্দায় চেষ্টা করার আগেই ছোট পর্দায় অথবা পথ-নাটকে ছোট-বড় সব চরিত্রে অভিনয় করে নিজের ভিতরের প্রতিভাকে বের করে আনতে হবে।

অনুশীলনের বিকল্প নেই

নিজে কোন চরিত্রে অভিনয় করার আগে অথবা নিজের পছন্দের কোন চরিত্র আয়ত্ত করার জন্য অনুশীলনের বিকল্প নেই। আয়নায় একা এবং নিজের কাছের লোকজনের সামনে দাঁড়িয়ে নিজের মুখ ও অঙ্গভঙ্গীর অনুশীলন করতে হবে। নিজের ভুলগুলো বের করে তা ঠিক করার চেষ্টা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে ইউটিউব-এর মতন কিছু মাধ্যম বেশ কাজে লাগে, যেখানে অভিনয়ের খুঁটিনাটি নিয়ে অনেক ভিডিও পাওয়া যাবে।

মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধারণ করা

কোনকিছুই রাতারাতি পাওয়া যায় না। সবকিছুর জন্যই ধৈর্য ধরা অত্যন্ত প্রয়োজনীয়। প্রথমদিকে হয়ত নিজের পছন্দমত অনেক কিছুই হবে না, কিন্তু তাই বলে হতাশ হওয়া কোন সমাধান নয়। প্রতিটা কাজই বেশ বুদ্ধির সাথে হিসেব করে করাই ভালো একজন অভিনয় শিল্পীর লক্ষণ। মনে রাখবেন, যেকোনো কাজে লেগে থাকাটাই সাফল্যের মূল কারণ।

আজকের এই লিখাটি এই পর্যন্তই। আশা করি ওপরের টিপসগুলো যারা অভিনয় শুরু করতে চাচ্ছেন তাদের কিছু হলেও কাজে লাগবে। পরবর্তী পর্বে আরো কিছু সৃজনশীল পেশায় ভাল করার জন্য যা যা করনীয় তা নিয়ে লিখবো। জানতে চাইলে অবশ্যই সাজগোজের সাথেই থাকুন।

মন্তব্য করুন »

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
০৫, ফেব্রুয়ারী, ২০২০, ১:০৬ পূর্বাহ্ণ - বিবিসি ফ্লাই
লেখক সম্পর্কে »
জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim