নতুন চুলের কাটিং ও চুল কাটার মেশিন

আপনি কি নতুন চুলের কাটিং, নতুন চুলের কাটিং ছবি, চুল কাটার ছবি, চুলের স্টাইল, নতুন চুলের স্টাইল, চুল কাটার ও সেভ করার ইলেট্রিক মেশিন সম্পর্কে জানতে চান ? হ্যাঁ, এখানে আপনি নতুন চুলের কাটিং, নতুন চুলের কাটিং ছবি, চুল কাটার ছবি, চুলের স্টাইল, নতুন চুলের স্টাইল, চুল কাটার ও সেভ করার ইলেট্রিক মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।

চুল কাটার ও সেভ করার ইলেট্রিক মেশিন

চুল কাটার ও সেভ করার ইলেট্রিক মেশিন

- এবার চুল দাঁড়ি কাঁটা হবে নিজের মতো। দারুন সব দাড়ি এবং চুল কাটার মেশিন কিনুন অবিশ্বাস্য কম দামে এবং ইচ্ছা মত নিজের দাড়ি কাটুন ট্রিমার দিয়ে চুলও কাটতে পারবেন রিচার্জবল তাই টিকে অনেক দিন মাল্টি ফাংশানাল।

  •  দারুন সব দাড়ি এবং চুল কাটার মেশিন কিনুন অবিশ্বাস্য কম দামে।
  •  ১ বছর এর সার্ভিস সুবিধা ।
  •  অর্ডার করার জন্য 24/7 কল বা SMS করুনঃ
  •  +8801735 888 686
  •  ইচ্ছা মত নিজের দাড়ি কাটুন
  •  ট্রিমার দিয়ে চুলও কাটতে পারবেন
  •  রিচার্জবল তাই টিকে অনেক দিন
  •  মাল্টি ফাংশানাল
  •  সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
  •  ঢাকার ভিতর হোম ডেলিভারি ৬০ /-টাকা ।
  •  ঢাকার বাহিরের জন্য ১০০ /-কুরিয়ার সার্ভিস চার্চ অগ্রিম বিকাশ করতে হবে।

চুলের কাটিং | নতুন কিছু চুলের কাটিং ছবি

ছেলেদের স্টাইলে প্রথমেই যে বিষয়টি চলে আসে তা হলো চুল। জামা কাপড়ের থেকেও তারা গুরুত্ব দেন চুলের প্রতি। ইদানিং চুলের ছাঁটেও যোগ হয়েছে ভিন্নতা। সময়ের সঙ্গে সঙ্গে চুলের ছাঁট পালটেছে। এছাড়া এক একজনের মুখের গড়ন শরীরের ওপর নির্ভর করে । এখন আবার সঙ্গে যোগ হয়েছে কর্মক্ষেত্রে পরিবেশ।

শর্ট কাট চুলের কাটিং

চুলের কাটিং | নতুন কিছু চুলের কাটিং ছবি

 

শর্ট কাটঃ এই স্টাইল সবচেয়ে বেশি জনপ্রিয় কিশোর ও তরুণদের কাছে। সব দিকের চুলই ছোট করে কেটে হেয়ার জেল দিয়ে স্টাইল করা যায়। ফলে এটিই এখন জনপ্রিয় কাট। একে অনেকে কক কাট বলে, আবার দেশের বাইরে এটা আন্ডার কাট নামে পরিচিত।

ক্ল্যাসিক কাট চুলের কাটিং

চুলের কাটিং | নতুন কিছু চুলের কাটিং ছবি

ক্ল্যাসিক কাটঃ চুলের কাটে এটি পুরনো স্টাইল। কাজের ক্ষেত্রে ফরমাল পোশাকের সাথে এটি সবচেয়ে ভালো স্টাইল। এই স্টাইলে চুলের একদিকে সিঁথি করে আচড়ানো হয়। মাঝবয়সী ছেলেদের এই স্টাইল চেহারায় মার্জিত একটা লুক এনে দেবে।

ফেড কাট চুলের কাটিং

চুলের কাটিং | নতুন কিছু চুলের কাটিং ছবি

ফেড কাটঃ এই স্টাইলে পেছনে ও কানের ওপরে চুল একদম থাকেই না বলা চলে। কানের কমপক্ষে এক ইঞ্চি ওপর থেকে আর পেছনে মাথার অর্ধেক ওপর থেকে কাটা শুরু হয়।

ক্রু কাট চুলের কাটিং

চুলের কাটিং | নতুন কিছু চুলের কাটিং ছবি

ক্রু কাটঃ মাথার পেছনের দিকে ও পাশের চুলগুলো ট্রিম করে কাটা হয়। আর সেখান থেকে ওপরের দিকে ক্রমান্বয়ে চুল বড় ও কিছুটা খাড়া থাকে। এই স্টাইলটাও বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

বাজ কাট চুলের কাটিং

চুলের কাটিং | নতুন কিছু চুলের কাটিং ছবি

বাজ কাটঃ যারা খুব খেলা প্রিয়, এই স্টাইল তাদের কাছে পরিচিত। খেলোয়াড় ও সৈনিকদের মধ্যে এই স্টাইল বেশি জনপ্রিয়। এই কাটে চুল ট্রিমার মেশিনে কাটা হয়। চুলের দৈর্ঘ্য থাকে এক ইঞ্চির চার ভাগের এক ভাগ। গোসলের পরেও এই চুল আঁচড়ানোর দরকার পড়ে না।

লেয়ার স্পাইক চুলের কাটিং

চুলের কাটিং | নতুন কিছু চুলের কাটিং ছবি

লেয়ার স্পাইকঃ চুলের নানা ধরনের কাটের মধ্যে বেশি জনপ্রিয় লেয়ার স্পাইক। এই স্টাইলের বিশেষত্ব হলো, কপালের ওপরের চুল ছোট করে স্পাইক রাখা। মাথার ওপরের দিকের চুল তুলনামূলক বড় হবে। অর্থাৎ সামনের চুল খুব ছোটও না আবার খুব বড়ও না। তবে পেছনের দিকে লেয়ার স্টাইল থাকতেহ হবে।

ইমো সুইপ চুলের কাটিং

চুলের কাটিং | নতুন কিছু চুলের কাটিং ছবি

ইমো সুইপঃ স্টাইলটি সাধারণত কমবয়সী ক্যাজুয়ালের জন্য বেস্ট। এ জন্য মাঝারি লম্বা চুল থাকা প্রয়োজন। ইমো স্টাইলটির বিশেষত্ব হলো চুলের ছাঁট সম্পূর্ণ এলেমেলো করে রাখা। তবে সামনের চুল কিছুটা বড় থাকবে। আর মাথার পেছনের চুল স্পাইক স্টাইলে ছোট করে রাখতে হয়। সামনে এবং কানের পাশের বড় চুলগুলো পুরো মুখটিকে ঢেকে দেয়। মূলত এটিই হলো ক্যাজুয়াল ফ্যাশনের ইমো সুইপ স্টাইল।

লম্বা চুলের স্টাইল কাটিং

চুলের কাটিং | নতুন কিছু চুলের কাটিং ছবি

লম্বা চুলের স্টাইলঃ ঘন লম্বা চুল অনেকেরই পছন্দ। মাথার চুল লম্বা হলে দুই কাঁধের ওপর ছড়িয়ে নানা আঙ্গিকে বহু স্টাইল করতে পারবেন অনায়াসেই। এই চুলে সাধারণত বিভিন্নভাবে স্টাইল করে রাখা যায়। চুল সোজা কিংবা কোঁকড়ানো যা-ই হোক না কেন, ফ্যাশনে কিন্তু ভিন্নতা এনে দেয় লম্বা চুল। লম্বা চুলে পনিটেল করে রাখলেও মানায়। আবার কিছুটা চুল খোলা রেখে অল্প চুল নিয়ে এলোমেলো ঝুটিও করা যায়।

 

কাটিং খরচঃ ২০০ টাকা থেকে ৫০০ টাকায় কাটাতে পারবেন এ ধরনের যেকোনো স্টাইলের চুল। কালারের জন্য আপনাকে গুনতে হবে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত।

মন্তব্য করুন »

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
০৫, ফেব্রুয়ারী, ২০২০, ১:০৬ পূর্বাহ্ণ - বিবিসি ফ্লাই
লেখক সম্পর্কে »

সম্পাদক ও প্রকাশক: আরিফুল ইসলাম । ফোনঃ ০১৮৭৪৪০৬৯৭৭, ফ্যাক্সঃ ৯৯৩০৪৮৬, ১০১২/১ জামতলা মোড়, শরপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬,বাংলাদেশ ই-মেইলঃ [email protected]

জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim