আপনি কি ফুলের ছবি, পিকচার, বাংলা ছবি, পিকচার ফুলের ফটো খোঁজ করছেন? হ্যাঁ, এখানে আপনি পিকচার ফুলের ফটো, বাংলা ছবি, পিকচার, ফুলের ছবি, পাবেন।
দেখে নিন সুন্দর বাংলা ছবি, ফুলের ছবি, কিছু পিকচার ফুলের ফটো আপনাদের দেখাতে যাচ্ছি। আপনারা চাইলে পিকচার বা ফুলের ছবি গুলো ডাউনলোডও করে নিতে পারবেন।
গোলাপ ফুলের ছবি | পিকচার ফুলের ফটো
বাংলায় গোলাপ ইংরেজিতে Rose। পৃথিবীর সবচেয়ে সুপরিচিত এবং জনপ্রিয় ফুল সম্ভবত এই গোলাপ ফুল। ফুলের রাণী হিসেবে সবাই চেনে এই গোলাপকে। সৌন্দর্য এবং ভালবাসার প্রতীক হিসেবে সবাই স্বীকৃতি দিয়েছে গোলাপ ফুলকে। নানা বর্ণের প্রায় ১০০ প্রজাতির গোলাপ রয়েছে পৃথিবীজুড়ে। তবে লাল গোলাপ সবচেয়ে সহজলভ্য।
গোলাপ এক প্রকার সুপরিচিত ফুল যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত। গোলাপকে ফুলের রাণী বলা হয়। Rosaceae পরিবারের Rosa গণের এক প্রকারের গুল্ম জাতীয় গাছে গোলাপ ফুল ফুটে থাকে। প্রায় ১০০ প্রজাতির বিভিন্ন বর্ণের গোলাপ ফুল রয়েছে। গোলাপ পাঁপড়ির গড়ন ও বিন্যাসে একরূপ নান্দনিকতা রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে। সুগন্ধী গোলাপের ঘ্রাণও মানুষের প্রিয়। তবে গোলাপের নিজস্ব কোন গন্ধ নেই। গন্ধ উৎপাদনের কোন ক্ষমতা গোলাপের নেই। অনেক বর্ণের গোলাপ জন্মে থাকে। যেমন গোলাপী, লাল, হলুদ, সাদা, সবুজ ইত্যাদি। ইতোমধ্যে "গার্ডেন রোজ" নামে বিভিন্ন হাইব্রিড গোলাপেরও উৎপাদন করা হচ্ছে। যেগুলো একই সাথে একই ফুলের পাপড়িতে দুই বা ততোধিক রঙের হতে পারে।
নিচে কিছু ফুলের রাণী গোলাপ ফুলের ছবি, পিকচার দেওয়া হলোঃ
গাঁদা ফুলের ছবি | পিকচার | পিকচার ফুলের ফটো
গাঁদা ফুল খুবই সুপরিচিত একটি ফুল। যে কোনো বাগান প্রেমিদের বাগানের কমন ফুল হলো গাঁদা। এটি শীতকালীন ফুল হলেও গ্রীষ্ম এবং বর্ষাতেও ফোটে। নব্বুই এর দশক থেকে এটি বাংলাদেশে চাষ করা হয়। ঘর-বাড়ি সাজানো, উৎসব, পূজা পার্বণে গাঁদা ফুল ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
গাঁদা বা গন্ধা একটি সুগন্ধী ফুল যা সর্বত্র সহজে হয়ে থাকে এবং গৃহসজ্জায় ব্যবহৃত হয়।এটি Composite পরিবারের একটি সদস্য, বৈজ্ঞানিক নাম Tagetes erecta। গাঁদা ফুল বিভিন্ন জাত ও রঙের দেখা যায়। এই ফুল সাধারণত উজ্জল হলুদ ও কমলা হলুদ হয়ে থাকে। সাধারণত: এটি শীতকালীন ফুল হলেও বর্তমানে এটি গ্রীষ্ম এবং বর্ষাকালেও চাষাবাদ হয়ে থাকে। বাগানের শোভা বর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, পূজা-পার্বন ও গৃহসজ্জায় এর ব্যাপক ব্যবহার ফুলটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।
বাংলাদেশে গৃহস্থ বাগানের সাধারণ ফুল গাঁদা। ১৯৯০-এর দশক থেকে গাঁদা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয়। যশোরের গদখালী, ঝিকরগাছা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, গাজীপুর জেলার সদর উপজেলা, চট্টগ্রাম জেলার হাটহাজারী ও পটিয়া, ঢাকা জেলার সাভার এলাকায় অধিক হারে চাষ হয়।
রজনীগন্ধা ফুলের ছবি | পিকচার | পিকচার ফুলের ফটো
রজনীগন্ধা ফুল ভালোবাসেননা এমন লোক মনে হয় খুঁজে পাওয়া যাবেনা। সাদা রঙের মনোমুগ্ধকর এ ফুল সর্বত্রই জনপ্রিয়। এর রয়েছে প্রাণমাতানো সুবাস।বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে রজনীগন্ধা ফুলের রয়েছে ব্যাপক কদর। প্রিয়জনকে একটি সুন্দর ফুলের তোড়া উপহার দিতে চান?রজনীগন্ধা ফুল ছাড়া সেই ফুলের তোড়া অসম্পূর্ণই মনে হবে।সারা দেশে এবং সারা বছরই এর চাহিদা থাকায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রজনীগন্ধা ফুল।পাঠকদের জন্য দেয়া হলো সুন্দর একটি রজনীগন্ধা ফুলের ছবি।
help
good
Gd
ফুল মানুষকে ভালোবাসতে শেখায়
Nice
Nice
একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।