দাড়ি নিয়ে চিন্তিত! রইল দ্রুত দাড়ি বৃদ্ধির কিছু উপায়

কম-বেশি সব পুরুষই দাড়ি রাখতে পছন্দ করেন। বিশেষত, বর্তমানে অভিনেতা থেকে সাধারণ মানুষের কাছে দাড়ি রাখা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে অনেকেই দাড়ি রাখছেন। আবার, অনেকেই দাড়ি নিয়ে সমস্যায় পড়েছেন।

ইচ্ছে থাকলেও দাড়ি বাড়ছে না কিছুতেই। ফলে, তারা বর্তমান ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলতেও পারছেন না। তাই, এখানে বেশ কয়েকটি উপায় দেওয়া হল যার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক উপায়গুলি সম্পর্কে।

দ্রুত দাড়ি বৃদ্ধির উপায় :

১। নারকেল তেলের ম্যাসাজ আপনার দাড়ির বৃদ্ধি বাড়াতে পারে। ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপজল মিশ্রিত করে সেটি তুলোর সাহায্যে মুখে লাগান এবং ১৫ মিনিটের জন্য রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফলাফলের জন্য আপনি সপ্তাহে তিনবার এটির পুনরাবৃত্তি করতে পারেন।

২। আমলা চুলের বৃদ্ধির জন্য পরিচিত। আপনার আঙুলের সাহায্যে ৫ মিনিট আপনার মুখে আমলা তেল ম্যাসাজ করুন। এরপর ১০ ​​মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

৩। কথায় বলে, বার বার দাড়ি কাটলে দাড়ি ভাল হয়, তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং ঘন হয়। কিন্তু, এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই। দাড়ি বেরোনোর সময় তা বাড়তে দিন, তার ৪-৬ সপ্তাহ পরে দাড়ি কাটুন।

৪। পেঁয়াজের রসে সালফার থাকে। তাই, পেঁয়াজের রস মুখের লাগালে তা দাড়ি বাড়তে সাহায্য করে।

৫। ইউক্যালিপটাস জাতীয় ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে দ্রুত দাড়ি বৃদ্ধি হয়।৬। ২ টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিন। এটি আপনার মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন এবং পরে জল দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফলাফলের জন্য এই মিশ্রণটি সপ্তাহে কমপক্ষে দু'বার আপনার মুখে প্রয়োগ করুন।


দাড়ি বৃদ্ধির কিছু উপায়

৬। প্রাকৃতিক প্রতিকারের সাময়িক প্রয়োগ ছাড়াও সঠিক ডায়েট গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। চুলের বৃদ্ধির জন্য আপনার ডায়েটে ভিটামিন এ, সি এবং ই অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন।

৭। অনেকেরই এটা ধারণা যে, বার বার দাড়ি কাটলে দাড়ি বেশি ঘন হয়। কিন্তু এ ধারণার তেমন কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। দাড়ি বাড়াতে চাইলে তা অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ পর পর ছাঁটুন।

৮।পেঁয়াজের রসে রয়েছে সালফার। পেঁয়াজের রস মুখে, দাড়ির গোড়ায় লাগাতে পারলে তা দাড়ি দ্রুত বাড়তে সাহায্য করে।

৯।ইউক্যালিপটাস সমৃদ্ধ ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করলে দাড়ি দ্রুত গজাবে। বাড়বে দাড়ির ঘনত্বও।

১০। মুখের ত্বক পরিষ্কার রাখুন। দিনে অন্তত ২-৩ বার করে উষ্ণ জলে মুখ ভাল করে ধুয়ে ফেলুন। এর ফলে নতুন দাড়ি গজাতে সুবিধে হবে।

১১।কোঁকড়ানো দাড়ি বিক্ষিপ্ত ভাবে থাকলে, সেগুলি কেটে ফেলুন। এগুলি দাড়ির সামগ্রিক বৃদ্ধিতে সমস্যা তৈরি করে।

১২। ভিটামিন বি কমপ্লেক্স দাড়ি দ্রুত বাড়তে এবং নতুন দাড়ি গজাতে সাহায্য করে। তাই চিকিত্সকের সঙ্গে পরামর্শ করে ভিটামিন বি কমপ্লেক্স খেতে পারেন।

১৩।দিনে অন্তত ২ বার ১০ মিনিট করে মুখে হালকা ভাবে মালিশ করুন। এর ফলে মুখমণ্ডলে রক্ত-সঞ্চালন বৃদ্ধি পাবে যা দাড়ি দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।

১৪।সপ্তাহে অন্তত এক বার মুখে স্ক্রাব করুন। এর ফলে মুখের মৃত কোষগুলি নির্মূল হবে, মুখমণ্ডলে রক্ত-সঞ্চালন বৃদ্ধি পাবে। ফলে নতুন দাড়ি গজাতে সুবিধে হবে।

মন্তব্য করুন »

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
০৫, ফেব্রুয়ারী, ২০২০, ১১:১৪ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
লেখক সম্পর্কে »

সম্পাদক ও প্রকাশক: আরিফুল ইসলাম । ফোনঃ ০১৮৭৪৪০৬৯৭৭, ফ্যাক্সঃ ৯৯৩০৪৮৬, ১০১২/১ জামতলা মোড়, শরপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬,বাংলাদেশ ই-মেইলঃ [email protected]

জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim