বেনামাজিদের পৃথিবীতে যেসব শাস্তি ভোগ করতে হয়

নামাজ মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আমল। এটি ধনী-গরিব নির্বিশেষে সবার ওপর ফরজ। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া শিরকের পর সবচেয়ে বড় গোনাহ। যার শাস্তি দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই ভোগ করতে হবে।

বেনামাজিদের পৃথিবীতে যেসব শাস্তি ভোগ করতে হয় !!!!

বেনামাজিকে পৃথিবীতে কয়েক প্রকার শাস্তি ভোগ করতে হয় :

যেমন-

* জীবনের বরকত কেড়ে নেওয়া হয়।
* চেহারা হতে নেককারদের জ্যোতি মুছে ফেলা হয়।
* তার কোনো দোয়া কবুল হয় না।
* বুজুর্গ ব্যক্তিদের দোয়া হইতে সে কোনো ফল লাভ করে না।
* যে আমলই করুক না কেন তার কোনো প্রতিদান পায় না।

রাসূল (সা:) ইরশাদ করেন :

যে কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় আল্লাহ পাক তার উপর হতে জিম্মাদায়িত্ব উঠিয়ে নেন’ (বুখারি-১৮, ইবনে মাজাহ-৪০৩৪, মুসনাদে আহমদ-২৭৩৬৪)। অর্থাৎ যে নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করল। আখিরাতে তাদের অনন্তকাল শাস্তি ভোগ করতে হবে।

কেউ অস্বীকারপূর্বক নামাজ ছেড়ে দিলে তার ঈমান না থাকার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু যে নামাজ অস্বীকার করে না অথচ যে কোনো কারণেই তা ছেড়ে দেয়।

এ শ্রেণির লোকের ব্যাপারে হুকুম নিম্নরূপ :

বেনামাজিদের পৃথিবীতে যেসব শাস্তি ভোগ করতে হয় !!!!

ইমাম আহমদের মতে, প্রকাশ্যে শিরক করা ব্যতীত কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলেও সে ইসলাম থেকে খারিজ হবে না (তবাকাতুল হাম্বল, খ. ১ পৃ. ৩৪৩)।

ইমাম মুহাম্মদ ইবনে আবদুল ওহহাব (র:) বলেন :

ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কারো ঈমান থাকে না। কারণ মহান আল্লাহ বলেন, যদি তোমরা সীমালঙ্ঘন করার পর তওবা কর, নামাজ কায়েম কর এবং জাকাত দান কর তবেই তোমরা দ্বীনের মধ্যে শামিল বলে গণ্য হবে (সূরা তাওবা : ১১)।

ইমাম আবু হানিফা (র:) মতে :

নামাজ তরককারী কাফের নয়, ফাসেক বলে গণ্য হবে। কারণ রাসূল(সা:) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি মনে-প্রাণে বিশ্বাস করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সে জান্নাতে প্রবেশ করবে’ (বুখারি-৫৪০১)।

মন্তব্য করুন »

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
০৫, ফেব্রুয়ারী, ২০২০, ১:০৬ পূর্বাহ্ণ - বিবিসি ফ্লাই
৩০, ডিসেম্বর, ২০২০, ৭:৫১ পূর্বাহ্ণ - M S Emon Ahmed Juktibadi
লেখক সম্পর্কে »

সম্পাদক ও প্রকাশক: আরিফুল ইসলাম । ফোনঃ ০১৮৭৪৪০৬৯৭৭, ফ্যাক্সঃ ৯৯৩০৪৮৬, ১০১২/১ জামতলা মোড়, শরপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬,বাংলাদেশ ই-মেইলঃ [email protected]

জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim