সুন্দর ঘন কালো চুল কার না পছন্দ। কিন্তু চুলের ঠিক মতন যত্নের অভাবে চুলের সুন্দর্য দিন দিন কমতে থাকে। আবার অনেকে হেয়ার ফলের সমস্যায় ভুগে থাকেন। চুল লম্বা হতেই যায় না। এই সব সমস্যার সমাধানের ঘরোয়া পদ্ধতি নিয়ে আজ বিডি সংসার এর আয়োজন। তাহলে আসুন দেখে নেই কি সেই সমাধান।
চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার -
প্রাচীনকাল থেকে চুলের বৃদ্ধিতে পেয়াজের ব্যবহার হয়ে আসছে। পেঁয়াজে রয়েছে সালফার। যা চুলের কোলাজেন টিস্যুর বৃদ্ধিতে সাহায্য করে। সাহায্য করে চুলের বৃদ্ধিতে।
কিভাবে এই প্যাক তৈরি করবেন - পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি পরিস্কার কাপড়ে রেখে চিপে রস বের করে নিন। এই পেয়াজের রস পুরো মাথার ত্বকে খুব ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে এই প্যাক ২ বার ব্যবহার করুন। দেখবেন চুল পড়া অনেক কমে গিয়েছে।
চুলের যত্নে মেহেদীর মাস্ক -
চুলের যত্নে আরেকটি ভালো উপাদান হচ্ছে মেহেদী। এই মেহেদী চুল করে সিল্কি, ঘন ও কালো।
১ কাপ পরিমান গুড়ো মেহেদী ও অর্ধেক কাপ পরিমান টক দই এক সাথে ভালো করে মিশিয়ে নিন। এই মেহেদীর মিশ্রণ চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো ভাবে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে একটি ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন ব্যবহার করতে পারেন এই মাস্ক।
so nice
Onk vlo lglo
Onk vlo lglo
Artigo bom
পেঁয়াজ দিলে চুলে গন্ধ হয়। আর সহজে যায়ও না
Onek bhalo❤
Onek bhalo❤
Onek bhalo❤
wow.i like it
Wel
Very nice
একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।