আমরা সবাই জানি জবা ফুল চুলের জন্য অনেক ভালো কাজ করে। জবা ফুল দিয়ে তৈরি তেল আপনার চুল পড়া বন্ধ করবে সাথে চুল হবে ঝলমলে ও সুন্দর। আসুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন জবা ফুলের তেল।
জবা ফুলের তেল তৈরি করতে যা যা লাগবে
৩টি লাল জবা ফুল , জবা ফুলের পাতা ৩টি, ১/২ কাপ খাঁটি নারিকেল তেল।
জবা ফুলের তেল তৈরি করার প্রনালী –
প্রথমে জবা ফুলের সব পাপড়ি আলাদা করে নিয়ে নিন, এবার একটি হামান দিস্তায় ফুলের পাপড়ি ও পাতা থেতো করে নিন। মিহি করে বাটা হয়ে গেলে একটি পাত্রে নারিকেল তেল দিয়ে তাতে এই মিশ্রণ দিয়ে দিন। যারা খাঁটি নারিকেল তেল কিনতে পারছেন না তাদের জন্য রয়েছে আমাদের নারিকেল তেল তৈরি করার প্রনালী।
খাঁটি নারিকেল তেল তৈরি করার প্রনালী
নারিকেল তেলের এই মিশ্রণ ৪-৫ মিনিট গরম করুন। ঠান্ডা হয়ে গেলে পরিস্কার পাত্রে তেল সংরক্ষণ করুন।
জবা ফুলের তেল ব্যবহারের নিয়ম –
এই তেল সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন। আঙ্গুলের নিয়ে ধীরে ধীরে পুরো স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ১৫-২০ মিনিট পর উষ্ণ গরম পানি ও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
ভেষজ উপায়ে চলের যত্ন নিতে একটু বেশি পরিশ্রম করতে হয়। তবে ধৈয্য ধরে ব্যবহার করতে পারলে এটির ফলাফল বুঝতে পারবেন। কারণ এগুলো ধীরে কাজ করলেও সম্পূর্ন সাইড এফেক্ট মুক্ত।
একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।