বিশ্বের ৬টি সেরা রঙ ফর্সাকারী ক্রীমের “ভালো ও মন্দ”

ত্বকের যত্নে প্রতিনিয়ত আমাদের নির্ভর করতেই হয় ফেয়ারনেস ক্রীমের ওপর। কিন্তু যেন তেন ক্রীমের ব্যবহার কিন্তু আপনার ত্বকের জন্যে হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। দ্রুত বুড়িয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া, মসৃণতা নষ্ট সব ত্বকে নানা স্থায়ী দাগও পড়ে যেতে পারে। তাই জেনে নিন বিশ্বের সেরা ৬ ক্রীমের ভালো মন্দ যা বাংলাদেশেও সহজলভ্য।

বিশ্বের ৬টি সেরা রঙ ফর্সাকারী ক্রীমের “ভালো-মন্দ”

১। ওলে ন্যাচারাল হোয়াইট ক্রীমঃ

  • • এতে আছে ট্রিপল নিউট্রিয়েন্ট সিস্টেম, ভিটামিন বি-৩, প্রো বি-৫ ও ই
  • • নিয়মিত ব্যবহারে ত্বকে একটা উজ্জ্বল আভা দেখা দেয়
  • • এসপিএফের মাত্রা-২৪ এবং ত্বকের সাথে খুব সহজে মিশে যায়।

সমস্যাজনক দিকঃ

  • • তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অনেক চকচকে মনে হতে পারে
  • • বলিরেখা প্রতিরোধে এর কোন ভূমিকা নেই

২। টাচ এন্ড গ্লো এডভান্সড ফেয়ারনেস ক্রীমঃ

  • • এতে আছে উদ্ভিদের নির্যাস ও মাল্টিভিটামিন
  • • এসপিএফ-১৫, তৈলাক্ত ত্বকে ম্যাট লুক আনে
  • • ত্বক কিছুটা উজ্জ্বল করে

সমস্যাজনক দিকঃ

  • • এসপিএফের মাত্রা যথেষ্ট নয়। রোদে সূর্য থেকে সুরক্ষা দেয় না।

৩।  ক্লিন এন্ড ক্লিয়ার ফেয়ারনেস ক্রীমঃ

  • • তৈলাক্ত ত্বকের জন্যে দারুণ কার্যকর
  • • ইউ ভি ফিল্টার সূর্যের অতি বেগুনী রশ্নি থেকে ত্বককে বাঁচায়।
  • • ত্বকের রোমকূপকে বন্ধ করে না ফলে ত্বক ব্রন থেকে সুরক্ষিত থাকে
  • • খুব সামান্য পরিমাণ ব্যবহারেই দারুণ কাজ দেয়

 

সমস্যাজনক দিকঃ

  • • শুষ্ক ত্বকের জন্যে ভালো নয়। ত্বকে সাদাটে পাউডারের মত ছোপ রেখে যায়
  • • এলকোহল ও আরো কিছু উপাদান এতে থাকে। যাতে ত্বকের ক্ষতি হতে পারে

 

৪। লরিয়েল প্যারিস পার্ল পারফেক্ট ট্রান্সপারেন্ট রোজি ফেয়ারনেস ডে ক্রীমঃ

  • • সব ধরনের ত্বকের উপযোগী
  • • সূর্যের অতি বেগুনী রশ্নি থেকে ত্বককে বাঁচায়।
  • • ত্বকের উজ্জ্বল আভা আনে নিয়মিত ব্যবহারে।

 

সমস্যাজনক দিকঃ

  • • অন্যান্য ক্রীমের তুলনার দাম বেশি

৫। ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স ইন্সটেন্স হোয়াইটেনিং ডে ক্রীমঃ

  • • ভিটামিন বি-৩ যুক্ত
  • • ত্বককে ময়েশ্চারাইজ করে ও উজ্জ্বলতা বাড়ায়
  • • সাধারনত ব্যবহারের পর ত্বকের উপর বাড়তি কিছু দেয়া আছে বলে মনে হয় না

সমস্যাজনক দিকঃ

  • • এতে কিছু ক্ষতিকর উপাদান আছে যা ত্বকের জন্যে ভালো নয়

৬। পন্ডস হোয়াইট বিউটিঃ

  • • তৈলাক্ত ত্বকে খুব ভালো মানিইয়ে যায়
  • • আর্দ্র আবহাওয়ায় খুব ভালো কাজ করে।
  • • এসপিএফের মাত্রা ২০ এবং খুব দ্রুত ত্বকের সাথে মিশে গিয়ে দ্রুত এক ধরনের গোলাপী আভা দেখা দেয়

সমস্যাজনক দিকঃ

  • • শুষ্ক ত্বকের জন্যে যথেষ্ট ময়েশ্চারাইজার সম্পন্ন নয়।

মন্তব্য করুন »

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
০৫, ফেব্রুয়ারী, ২০২০, ১১:১৪ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
লেখক সম্পর্কে »

প্রতিদিন সকল প্রকার ডাক্তারি সেবা পেতে বিবিসি ফ্লাই একটিভ থাকুন ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim