বৃষ্টিতে খিচুড়ি | জেনে নিন খিচড়ি তৈরির সহজ রেসিপি

খিচুড়ি, ভোজন রসিকদের কাছে অন্যতম প্রিয় একটি নাম। এমন ভোজন রসিক হয়ত পাওয়াই যাবে না, যে খিচুড়ি পছন্দ করে না আর ভুনা খিচুড়ি হলেতো জিভে জল চলে আসবে।আবার আপনি যদি রান্না করে ও কাউকে খাইয়ে মজা পান, তাহলেতো তো চোখ বন্ধ করে ভুনা খিচুড়ি রান্না করতে পারেন; কারণ এই আইটেমে না বলবে এমন লোক কোথাও পাবেন না। আর তাই আজকে আমরা হাজির হয়েছি ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে।

জেনে নিন খিচড়ি তৈরির সহজ রেসিপি

যেভাবে রান্না করবেন :

মাংস খিচুড়ি

জেনে নিন খিচড়ি তৈরির সহজ রেসিপি

রান্নার উপকরণ:

গরুর মাংস ১ কেজি,

ভাজা মুগডাল ২০০ গ্রাম,

পোলাওয়ের চাল আধা কেজি,

মসুর ডাল ২০০ গ্রাম,

তেল ১ কাপ,

মরিচ গুঁড়া ১ টেবিল চামচ,

আদা বাটা ২ টেবিল চামচ,

এলাচ ৮টি,

জিরাবাটা ১ চা চামচ,

কাঁচা মরিচ ১০-১২টি,

পেঁয়াজ কুচি এক কাপের চার ভাগের তিন ভাগ,

হলুদ গুঁড়া ১ টেবিল চামচ,

রসুন বাটা ১ চা চামচ,

দারচিনি ৮ টুকরা,

গরম মশলার গুঁড়া ১ চা চামচ,

ঘি ৪ টেবিল চামচ,

আদা কুচি ১ টেবিল চামচ,

তেজপাতা ৪টি,

বেরেস্তা আধা কাপ,

লবঙ্গ ৮টি,

টকদই আধা কাপ।

রান্নার প্রণালি:

মাংস সিকি কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ তেল, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও টক দই দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। এবার মাংস অর্ধেক গরম মশলা ও তেজপাতা দিয়ে চুলায় কষাতে হবে। ৩-৪ বার কষিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করতে হবে। ঝোল কমে এলে গরম মসলা র্গুঁড়া দিয়ে মাংস ভুনা ভুনা করে নামাতে হবে। বাকি তেল গরম করে আদা কুচি ও পেঁয়াজ কুচি ভেজে তেজপাতা, বাকি গরম মশলা দিয়ে চাল-ডাল ভেজে এর মধ্যে পানি দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে মাঝারি আঁচে রান্না করতে হবে। ডালসেদ্ধ হয়ে পানি কমে গেলে মাংস ঢেলে দিতে হবে। কাঁচা মরিচ দিয়ে খিচুড়ির ওপরে ঘি ও বেরেস্তা দিয়ে দমে দিতে হবে।

ইলিশ খিচুড়ি

জেনে নিন খিচড়ি তৈরির সহজ রেসিপি

রান্নার উপকরণ:

ইলিশ মাছের মাঝারি টুকরা ১০টি।

পোস্ত বাটা ১ টেবিল চামচ,

সরিষা বাটা ১ টেবিল চামচ,

মরিচ গুঁড়া আধা চা চামচ,

জিরা বাটা আধা চা চামচ,

হলুদ গুঁড়া ১ চা চামচ,

মরিচ গুঁড়া আধা চা চামচ,

কাঁচা মরিচ ফালি ৫-৬টি,

লবণ পরিমাণমতো,

তেল আধা কাপ,

তেজপাতা ২টি,

দারচিনি ২ টুকরা,

গরম পানি ৪ কাপ,

লেবুর রস ১ টেবিল চামচ।

রান্নার প্রণালি:

চাল, ডাল ধুয়ে পানি ঝরাতে হবে। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ ঘিয়া রং করে ভেজে আদা বাটা, জিরা বাটা, তেজপাতা, দারচিনি, রসুন কোয়া, চাল, ডাল দিয়ে ৫-৬ মিনিট ভেজে নিন। এবার হলুদ-মরিচ গুঁড়া ও লবণ দিয়ে পানি দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি জ্বালে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
খিচুড়ির পানি কমে এলে কাঁচা মরিচ, লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে কিছুটা খিচুড়ি উঠিয়ে রেখে খিচুড়ির ওপরে সব মসলা দিয়ে মাখানো মাছ বিছিয়ে মাছের ওপরে খিচুড়ি দিয়ে ঢেকে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জ্বাল কমিয়ে ২০-২৩ মিনিট দমে রাখতে হবে।

পাঁচ মিশালি ডালের খিচুড়ি

জেনে নিন খিচড়ি তৈরির সহজ রেসিপি

রান্নার উপকরণ:

চাল দেড় কাপ,

মসুর ডাল সিকি কাপ,

ভাজা মুগ ডাল সিকি কাপ,

ভাজা মাষকলাই ডাল সিকি কাপ,

কাঁচা মরিচ ফালি ৫-৬টি বা পরিমাণমতো,

গোটা কাঁচা মরিচ ৭/৮টি,

আস্ত রসুনের কোয়া ৮-১০টি,

আদাবাটা ২ চা চামচ,

হলুদ গুঁড়া ১ চা চামচ,

শুকনা মরিচ গুঁড়া আধ চা চামচ,

তেজপাতা ৪টি,

দারচিনি ৪ টুকরা,

লবণ পরিমাণমতো,

তেল ৪ টেবিল চামচ,

ঘি ২ টেবিল চামচ,

গরম পানি ১২ কাপ,

বেরেস্তা ৩ টেবিল চামচ।

 রান্নার প্রণালী:

চাল-ডাল ধুয়ে পানি ঝরাতে হবে। ঘি, বেরেস্তা, আস্ত কাঁচা মরিচ বাদে বড় হাঁড়িতে বাকি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে গরম পানি দিয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে হাঁড়ির তলায় না লাগে।
খিচুড়ির পানি কমে এলে ঘি, কাঁচা মরিচ, বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে চুলা বন্ধ করে দিতে হবে। পাঁচ মিশালি ডালের গলা খিচুড়ি ঝোল মাংস, পুদিনা মাংস, আচার মাংস, আচার বেগুন দিয়ে পরিবেশন করা যায়।

ভুনা খিচুড়ি

জেনে নিন খিচড়ি তৈরির সহজ রেসিপি

রান্নার উপকরণ:

পোলাও চাল ৪ কাপ,

ভাজা মুগ ডাল ২ কাপ,

আদা মিহি কুচি ১ টেবিল চামচ,

পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ,

পেঁয়াজ বেরেস্তা ৪ টেবিল চামচ,

কাঁচা মরিচ ৮-১০টি,

তেজপাতা ২টি,

দারচিনি ৪ টুকরা,

ছোট এলাচ ৪টি,

লবঙ্গ ৪টি,

লবণ পরিমাণমতো,

চিনি আধা চা চামচ,

হলুদ আধা চা চামচ,

তেল আধা কাপ,

ঘি সিকি কাপ,

গরম পানি ৪ কাপ।

রান্নার প্রণালি:

চাল, ডাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরাতে হবে। তেল, ঘি, একসঙ্গে গরম করে আদা ও পেঁয়াজ কুচি দিয়ে ঘিয়া রং করে ভেজে গরম মশলা, তেজপাতা, চাল-ডাল দিয়ে ৭-৮ মিনিট ভেজে লবণ, হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে মাঝারি জ্বালে রান্না করতে হবে।
খিচুড়ির পানি কমে গেলে চিনি, কাঁচা মরিচ, কিছু বেরেস্তা দিয়ে ২০-২৫ মিনিট দমে রেখে নামাতে হবে।
ভুনা খিচুড়ি ভুনা মাংস, কাবাব, পটল-বেগুন ভাজি দিয়ে পরিবেশন করা যায়।

মন্তব্য করুন »

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
০৫, ফেব্রুয়ারী, ২০২০, ১০:২৭ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
লেখক সম্পর্কে »

সম্পাদক ও প্রকাশক: আরিফুল ইসলাম । ফোনঃ ০১৮৭৪৪০৬৯৭৭, ফ্যাক্সঃ ৯৯৩০৪৮৬, ১০১২/১ জামতলা মোড়, শরপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬,বাংলাদেশ ই-মেইলঃ [email protected]

জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim