মাংস রেসিপি | গরুর মাংসের ভিন্ন স্বাদের নতুন ৮টি পদ

গরুর সেই একই রকম মাংস ভুনা আর কতদিন খেতে ভালো লাগে? কোরবানির ঈদে তাই গরুর মাংস দিয়ে তৈরি করে নিতে পারেন নতুন কোনো আইটেম। ঈদের দিন সবাই খাবার টেবিলে চায় নতুন নতুন ও ভিন্ন স্বাদের সব খাবার আইটেম। এই কোরবানিরর ঈদে আপনি তৈরি করতে পারবেন গরুর মাংসের নতুন ৮টি পদ।

মাংস রেসিপি | গরুর মাংসের ভিন্ন স্বাদের নতুন ৮টি পদ

গরুর মাংসের ভিন্ন স্বাদের নতুন ৮টি পদ :

গার্লিক বিফ: 

মাংস রেসিপি | গরুর মাংসের ভিন্ন স্বাদের নতুন ৮টি পদ

যারা গরুর মাংস ঝাল করে খেতে পছন্দ করেন তাদের জন্য গার্লিক বিফের তুলনা হয় না। ঈদের দিন ঘরেই পাবেন রেস্তোরার গার্লিক বিফের মজাদার স্বাদ।

প্রয়োজনীয় উপকরণ : 

গরুর মাংস ১ কেজি,

পেঁয়াজ কুচি ১ কাপ,

হলুদ ও মরিচ গুঁড়া ১ কাপ,

আদা ও রসুন বাটা আধা চা চামচ,

রসুনের কোয়া ৪/৫টি,

ধনে ও জিরা গুঁড়া ১ চা চামচ,

টেস্টিং সল্ট সামান্য,

তেল আধা কাপ,

মাংসের মসলা আধা চা চামচ,

টমেটো সস আধা কাপ,

টক দই ১ কাপ,

গরম মসলা গুঁড়া আধা চা চামচ,

লবণ স্বাদ মতো।

প্রস্তুত প্রণালী: 

মাংস ধুয়ে কেটে নিন। একটি পাত্রে মাংস, হলুদ, মরিচ, টক দই, আদা, রসুন, লবণ , ধনে, জিরা গুঁড়া, টেস্টিং সল্ট ভালো করে মিশিয়ে ২০ মিনিট মেরিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে মাংস দিয়ে নেড়ে কষাতে হবে।

কষানো হলে সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে। মাংস সিদ্ধ হয়ে আসলে টমেটোসস, কাঁচামরিচ ফালি ও রসুনের কোয়া দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

গরুর মেজবানি মাংস: 

মাংস রেসিপি | গরুর মাংসের ভিন্ন স্বাদের নতুন ৮টি পদ

বিয়ের অনুষ্ঠানে বা রেস্টুরেন্টে গেলে খেতে পারেন গরুর মেজবানি মাংস। কিন্তু চাইলে এইে ঈদে আপনিও ঘরে তৈরি করতে পারেন সুস্বাদু ও ঐতিহাসিক গরুর মেজবানি মাংস।

প্রয়োজনীয় উপকরণ: 

গরুর মাংস ২ কেজি,

পেঁয়াজ কুচি ১ কাপ,

রসুন বাটা ১ টেবিল চামচ,

হলুদ ও মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ,

ধনে ও জিরা গুঁড়া ১ টেবিল চামচ,

সরিষার তেল ১ কাপ,

মাংসের মসলা ১ চা চামচ,

টক দই ১ কাপ,

কাঁচামরিচ ১০/১২টি,

গোলমরিচ ১ চা চামচ,

দারচিনি ও এলাচ ৫/৬টি,

জয়ফল ও জয়ত্রী আধা চা চামচ,

মেথি গুঁড়া ১ চা চামচ,

লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী: 

চুলায় হাঁড়ি বসিয়ে মেরিনেট করা মাংস কষাতে থাকুন। হাঁড়িতে ২ কাপ পরিমাণ পানি দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে। মাংস থেকে পানি ঝরে গেলে মৃদু আঁচে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।

মাংসের পানি শুকিয়ে এলে কাঁচামরিচ, ধনে, জিরা গুঁড়া দিয়ে মৃদু আঁচে ১০ মিনিট দমে রেখে নামিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু গরুর মেজবানি মাংস।

কাটা মসলায় বিফ ভুনা: 

মাংস রেসিপি | গরুর মাংসের ভিন্ন স্বাদের নতুন ৮টি পদ

ঈদের দিন খিচুরী বা পোলাও দিয়ে গরুর মাংস ভুনা খাওয়ার কথা চিন্তা করলেই জিভে পানি এসে যায়। আর এই ভুনা মাংস যাবদ্বিগুণ।

প্রয়োজনীয় উপকরণ : 

গরুর মাংস ১ কেজি,

আদা বাটা ১ টেবিল চাচমচ,

রসুন বাটা আধা টেবিল চামচ,

জয়ফল ও জয়ত্রী আধা টেবিল চামচ,

হলুদ গুঁড়া সামান্য, দারচিনি,

এলাচ, তেজপাতা ১/২ টি,

শুকনো মরিচ কাটা ১৫/২০টি,

পেঁয়াজ কুচি আধা কাপ,

টক দই আধা কাপ,

লবণ স্বাদমতো,

তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী: 

টক দই দিয়ে মাংস আধা ঘণ্টা ভালো করে মেরিনেট করে রেখে দিতে হবে। চুলায় তেল গরম হলে মাংস ছেড়ে দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজা হলে পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ দিতে হবে। এবার সব মসলা মাংসে দিয়ে ভালো করে কষাতে হবে।

কষানো হলে একটু পানি দিয়ে দমে বসিয়ে রাখতে হবে। মাংসের ওপর তেল ভেসে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন কাটা মসলায় বিফ ভুনা।

গরুর কড়াই গোস্ত: 

মাংস রেসিপি | গরুর মাংসের ভিন্ন স্বাদের নতুন ৮টি পদ

কাশ্মীরি পোলাও এর সঙ্গে সব থেকে বেস্ট যে আইটেমটি যায় তাহলো গরুর কড়াই গোস্ত।

প্রয়োজনীয় উপকরণ :

গরুর মাংস ১ কেজি,

পেঁয়াজ কুচি আধা কাপ,

হলুদ ও মরিচ গুঁড়া ১ টেবিল চামচ,

রসুন কোয়া ২/৩টি,

মাংসের মসলা ১ চা চামচ,

দারচিনি ও এলাচ ৩/৪ টুকরো,

জয়ফল ও জয়ত্রী বাটা ১ চা চামচ,

টক দই ১ কাপ,

টমেটো কিউব ১ কাপ,

তেজপাতা ২টি,

তেল ১ কাপ,

লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী: 

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটি পাত্রে মাংস, টক দই, লবণ ও সব মসলা একসঙ্গে ভালো করে মেখে ২০ মিনিট মেরিনেট করে রাখুন। হাঁড়িতে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা হালকা বাদামী করে ভেজে মেরিনেট করা মাংস দিয়ে নেড়ে কষাতে হবে। ৪ কাপ পরিমাণ পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে।

মাংস সিদ্ধ হয়ে আসলে ও মাংসের ওপর তেল ভেসে উঠলে নামিয়ে রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, টমেটো কিউব হালকা বাদামী করে ভেজে মাংস কড়াইএ দিয়ে ২/৩মিনিট দমে রেখে নামিয়ে ফেলুন। ব্যস তৈরি হয়ে যাবে গরুর কড়াই গোস্ত।

আলু বোখারায় টক ঝাল গরুর মাংস:  

মাংস রেসিপি | গরুর মাংসের ভিন্ন স্বাদের নতুন ৮টি পদ

কোরবানির ঈদ মানেই ঈদের দিন খাবার টেবিলে থাকতে হবে গরুর মাংসের হরেক রকম পদ। তাই খাবার টেবিলে আইটেমে চমক ও নতুনত্ব আনতে তৈরি করুন আলু বোখারায় টক ঝাল গরুর মাংস।

প্রয়োজনীয় উপকরণ : 

গরুর মাংস দেড় কেজি,

পেঁয়াজ বাটা আধা কাপ,

বাদাম বাটা ১ টেবিল চামচ,

পেঁয়াজ কুচি আধা কাপ,

আদা বাটা ২ টেবিল চামচ,

টক দই ১কাপ,

লেবুর রস ১ চা চামচ,

শুকনা মরিচ টালা গুঁড়া ১ চা চামচ,

কাঁচা মরিচ ৪/৫ টি,

হলুদ গুঁড়া আধা চা চামচ,

আলু বোখারা ১০/১২টি,

কিসমিস বাটা ১ টেবিল চামচ,

কাঁচামরিচ ৪/৫টি,

ঘি ৩/৪ কাপ,

জয়ফল ও জয়ত্রী বাটা আধা চা চামচ।

প্রস্তুত প্রণালী: 

পেঁয়াজ বাদামী করে ভেজে আদা, রসুন, পেঁয়াজ বাটা, লবণ দিয়ে কষিয়ে মাংস ঢেলে আবার কষাতে হবে। দই, হলুদ,মরিচ, গোলমরিচ ও সামান্য গরম পানি দিয়ে আবার কষাতে হবে। বাদাম ও কিসিমিস বাটা ও অর্ধেক আলু বোখারা বাটা(বিচি ফেলে) ও বাকি অর্ধেক আলু বোখারা আস্ত ছিটিয়ে ৫ মিনিট পর নামিয়ে ফেলুন নতুন এই মজাদার আইটেমটি।

গরুর মাথার মাংস ভুনা: 

মাংস রেসিপি | গরুর মাংসের ভিন্ন স্বাদের নতুন ৮টি পদ

অনেকেই আছেন গরুর মাংস থেকে গরুর মাথার মাংস খেতে বেশি পছন্দ করেন। তবে যেমন তেমন করে রান্না করলে কেউ তেমন একটা পছন্দ করবে না এই খাবারটি। তাই নতুন রেসিপি দিয়ে এবার রান্না করেই দেখুন গরুর মাথার মংস ভুনা।

প্রয়োজনীয় উপকরণ : 

গরুর মাথার মাংস ১ কেজি,

পেঁয়াজ কুচি ১ কাপ,

টমেটো কুচি আধা কাপ,

হলুদ গুঁড়া আধা চা চামচ,

আদা বাটা ১ চা চামচ,

ধনে গুঁড়া আধা চা চামচ,

সরিষার তেল আধা কাপ,

গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,

তেজপাতা ২টি,

গরম মসলা গুঁড়া ১ চা চামচ।

প্রস্তুত প্রণালী: 

তেলে পেঁয়াজ বাদামী করে ভেজে হলুদ গুঁড়া, তেজপাতা, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো দিয়ে কষাতে হবে। তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দিন। গরম মসলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, জয়ফল ও জয়ত্রী গুঁড়া দিয়ে ঢেকে দিতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন ভাতের সঙ্গে।

লেবু পাতা দিয়ে গরুর মাংস : 

মাংস রেসিপি | গরুর মাংসের ভিন্ন স্বাদের নতুন ৮টি পদ

ঈদের দিন পোলাও, খিচুরী ছাড়াও অনেক বাসাতেই মাংসের টেবিলে পরোটা বা চালের রুটি থাকে। তারা এবার কোরবানির ঈদে চালের রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন বিফের এক নতুন কারি। লেবুপাতা দিয়ে রান্না করলে ভিন্নস্বাদ আসবেই গরুর মাংসে।

প্রয়োজনীয় উপকরণ : 

গরুর মাংস ১ কেজি,

পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ,

হলুদ গুঁড়া আধা চা চামচ,

আদা বাটা ১ চা চামচ,

রসুন বাটা আধা চা চামচ,

জিরা বাটা ১ চা চামচ,

ধনে গুঁড়া  আধা চা চামচ,

লেবুর রস ১ চা চামচ,

লবণ পরিমাণমতো,

গরম মসলা কয়েকটি,

টক দই ১ টেবিল চামচ,

গোলমরিচ আধা চা চামচ,

লেবু পাতা ৭/১০ টি।

প্রস্তুত প্রণালী: 

তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে গরম মসলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা ও রসুন বাটা, জিরা ও ধনে, টক দই দিয়ে ভালো করে কষান। মাংস ঢেলে ভালোভাবে ভুনা করুন। পরিমাণমতো পানি দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে লেবুপাতা ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন। চালের রুটি বা গরম পরোটার সঙ্গে পরিবেশন করুন লেবু পাতার গরুর মাংস।

গরুর কালা ভুনা: 

মাংস রেসিপি | গরুর মাংসের ভিন্ন স্বাদের নতুন ৮টি পদ

গরুর মাংসের এই মজার খাবারটি সম্পর্কে অনেকেই জানেন। তবে এর আসল রেসিপি জানেন না অনেকেই। ঐতিহাসিক এই লোভনীয় খাবারটি এই ঈদে আপনার খাবারের মেনুতে নিয়ে আসতে পারে টুইস্ট।

প্রয়োজনীয় উপকরণ: 

গরুর মাংস দেড় কেজি,

আদা বাটা ১ টেবিল চামচ,

রসুন বাটা আধা চা চামচ,

হলুদ গুঁড়া আধা চা চামচ,

মরিচ গুঁড়া ১ চা চামচ, ধ

নে গুঁড়া ১ টেবিল চামচ,

গোলমরিচ গুঁড়া আধা টেবিল চামচ,

এলাচ, দারচিনি ,

তেজপাতা কয়েকটি,

গরম মসলা গুঁড়া আধা চা চামচ,

লবণ পরিমাণমতো,

সরিষার তেল পরিমাণমতো,

পেঁয়াজ কুচি ১ কাপ।

প্রস্তুত প্রণালী: 

গরুর মাংসের সঙ্গে সব উপকরণ এক সঙ্গে মেখে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে লোহার কড়াই এ সরিষার তেলে হালকা আঁচে মাংস কালো করে ভেজে তুলে নিন

মন্তব্য করুন »

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
০৫, ফেব্রুয়ারী, ২০২০, ১০:২৭ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
লেখক সম্পর্কে »

সম্পাদক ও প্রকাশক: আরিফুল ইসলাম । ফোনঃ ০১৮৭৪৪০৬৯৭৭, ফ্যাক্সঃ ৯৯৩০৪৮৬, ১০১২/১ জামতলা মোড়, শরপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬,বাংলাদেশ ই-মেইলঃ [email protected]

জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim