ছোট হোক বা লম্বা, সব রকম চুলের জন্য দারুন ২টি হেয়ার স্টাইল - ভিডিও সহ

কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে। কথাটা যে নেহাত ফেলনা নয় সেটা বহু আগেই বাঙালি মেয়েরা করে দেখিয়ে দিয়েছেন। বিয়েবাড়িই বলুন কী বান্ধবীর জন্মদিন, ঠিকঠাক চুলের স্টাইল (Hairstyles) না হলে যে পুরো সাজটাই মাটি হয়ে যায়, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এখন আপনাদের মনে এসব শুনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে জানি। আর সেটাই স্বাভাবিক। প্রথমত, আপনি ভাবছেন, কোনও অনুষ্ঠানে চুল (Hair) বাঁধতে যাওয়া মানেই তো অনেক টাকার ধাক্কা। আবার কেউ কেউ ভাবছেন, যাঁদের একঢাল চুল নেই, তাঁরা কী করবেন। চুল বাঁধতে গিয়ে আপনার পকেটে যাতে চাপ না পড়ে সেই ব্যবস্থা করে দিচ্ছি আমরা। নিয়ে এসেছি এমন দু্টইটি সহজ হেয়ার স্টাইল যা আপনি নিজেই করে নিতে পারবেন। আর যাঁদের একঢাল চুল নেই, তাঁরাও নিশ্চিন্ত থাকুন। ছোট চুল, লম্বা চুল, সোজা চুল, কোঁকড়া চুল সব রকম ছুলেই কেমন হেয়ার স্টাইল (Hairstyles) করবেন তার সবিস্তার বর্ণনা এখানে আপনি পেয়ে যাবেন।

ছোট হোক বা লম্বা, সব রকম চুলের জন্য দারুন ২টি হেয়ার স্টাইল

হেয়ার স্টাইল চুলের যত্নঃ

যদি আগে থেকেই আপনার কোনও অনুষ্ঠানে যাওয়ার প্ল্যান থাকে এবং সেখানে নিজের হেয়ারস্টাইল আপনি নিজেই করবেন বলে ভেবে থাকেন তাহলে আগে থেকে চুলের যত্ন নেওয়া উচিৎ। কারণ যদি চুল বাঁধার সময় দেখা যায়, চুল আপনি ম্যানেজ করতে পারছেন না তাহলে বিপদে পড়বেন।

  • যদি সকালে অনুষ্ঠান থাকে তাহলে শ্যাম্পু করবেন রাত্রে। এতে চুলে জট পড়বে কম। সারা রাত চুল শুকনোর সময় পাবে এবং সকালে চুল বাঁধতে অসুবিধা হবে না।
  • যদি ড্রায়ার ব্যবহার করেন তাহলে সেটা কোল্ড এয়ার বা ঠাণ্ডা হাওয়া মোডে দিয়ে দেবেন। গরম হাওয়া চুল নষ্ট করে দেবে।
  • যখনই সময় পাবেন আঙুল দিয়ে চুলের জট ছাড়ানোর চেষ্টা করবেন। এটা এক ধরণের ঘরোয়া পদ্ধতি। আঙুল দিয়ে চুলের জট ছাড়ালে চুল ছিঁড়ে যাওয়ার আশঙ্কা কমে।
  • যদি আপনার চুলে রঙ বা হাইলাইট করা থাকে, এবং সেটাকে আপনি আপনার হেয়ারস্টাইলের মাধ্যমে তুলে ধরতে চান, তাহলে কালার প্রটেক্ট করে এমন শ্যাম্পু ব্যবহার করবেন।
  • কোনও অনুষ্ঠানের আগে ঘন-ঘন শ্যাম্পু না করে অনুষ্ঠানের আগের দিন শ্যাম্পু করুন।

দেখে নিন ভিডিও সহ দুইটি হেয়ার স্টাইল

 

 

হেয়ার স্টাইল ট্যাগ সমুহঃ

নিউ হেয়ার স্টাইল পিক, চুলের ডিজাইন, চুলের স্টাইল পিকচার, চুল কাটার ডিজাইন ছবি, ছোট চুলের কাটিং, মেয়ে বাচ্চাদের চুলের কাটিং, চুল কাটিং ২০১৯, হেয়ারস্টাইল পিক, বড় কপালে চুলের স্টাইল, চুলের ফ্যাশন, মেয়েদের চুলের স্টাইল, চুলের যত্ন, আধুনিক নিউ স্টাইল হেয়ার, হেয়ার স্টাইল পিক, বড় কপালে চুলের স্টাইল, ঘরোয়া বিউটি টিপস, বাংলায় বিউটি টিপস, রূপচর্চা বিউটি টিপস, সৌন্দর্য টিপস, স্কিন টিপস,

মন্তব্য করুন »
Rubel Hossain - ১৩, নভেম্বর, ২০১৯, ৫:৫৪ পূর্বাহ্ণ - উত্তর করুন

Nice post

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।
Sabbir979 - ১৭, ফেব্রুয়ারী, ২০২০, ৩:০১ পূর্বাহ্ণ - উত্তর করুন

Nice

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।
FãlgünÑø Ãktër - ২৪, নভেম্বর, ২০২০, ২:১২ পূর্বাহ্ণ - উত্তর করুন

Nice 👍👍👍

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
লেখক সম্পর্কে »
জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim