আলুর চমৎকার কিছু ব্যবহার যা অনেকেরই অজানা চলুন জেনেনি

আলু দিয়ে নানা রকম সুস্বাদু তরকারী রান্না করার পাশাপাশিকিন্তু আলু আপনার আরো অনেক কাজে লাগতে পারে ময়লা দূরীকরণ, বগলের নিচের কাল দাগ দূর করা এমনকি নানা রকম চিত্রকর্ম তৈরিতে আলু ব্যবহার হতে পারে চলুন জেনে নি তাহলে

আলুর চমৎকার কিছু ব্যবহার যা অনেকেরই অজানা চলুন জেনেনি

মরিচা দূর করতে আলুর ব্যবহার :

মরিচা এমন এক সমস্যা যেটা আমাদের সবাইকে পোহাতে হয়। কিন্তু একটা আলু আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিবে।

১। একটা আলুকে অর্ধেক করে কাটুন।
২। সামান্য বেকিং সোডা, লবণ কিংবা কাপড় ধোয়ার ডিটারজেন্ট নিন।
৩। আলুটিকে মরিচার উপর ভাল করে ঘষতে থাকুন যতক্ষণ পর্যন্ত না এটা পরিষ্কার হচ্ছে। কয়েকবার এমন করলে এটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে।
৪। এরপর ভাল করে ধুয়ে ফেলুন।

জুতা পরিষ্কার এবং চকচকে করতে আলুর ব্যবহার :

চামড়ার জুতা দেখতে এবং পরতে বেশ আরাম। এটা অনেক দিন টেকসই হয় বলে আমরা এটা কিনে থাকি। কিন্তু এটাও মাঝে মাঝে কুঁচকে যায় এবং রঙ হারায় তখন আলু হতে পারে আপনার সেরা সমাধান।

১। আলুকে দুই টুকরা করুন।
২। পুরো জুতো জুড়ে আলুকে ঘষুন।
৩। দেখতে একটু ময়লা ময়লা মনে হবে কিন্তু চিন্তার কিছু নাই এটা একদম স্বাভাবিক।
৪। পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে ফেলুন, পেয়ে যাবেন চকচকে জুতা।

রূপার জিনিসের যত্ন আলুর ব্যবহার :

আলুর চমৎকার কিছু ব্যবহার যা অনেকেরই অজানা চলুন জেনেনি

রুপার জিনিস নিয়ে অনেকের অভিযোগ থাকে, এটা একটা সময় কালচে রঙ ধারণ করে। এটা প্রাকৃতিক, কিন্তু আপনি যদি এর ঝকমকে ভাব ফিরিয়ে আনতে চান তবে একটা আলু আপনাকে সাহায্য করবে।

১। কয়েকটা আলু কেটে সেদ্ধ করতে দিন, সেদ্ধ হয়ে গেলে আলু সরিয়ে ফেলুন। আপনার কেবল পানিটা দরকার।
২। রুপার জিনিসগুলো পানিতে রাখুন এবং এক ঘন্টা অপেক্ষা করুন।
৩। এরপর একটা ব্রাশ দিয়ে ভাল করে জিনিসগুলো ঘষুন।
৪। ভাল করে ধুয়ে টিস্যু প্যাপার দিয়ে মুছে ফেলুন।

বগলের কাল দাগ দূর করাতে আলুর ব্যবহার :

গ্রীষ্মকালে হাফ হাতা কিংবা স্লিভলেস পোশাক আমাদের অনেকের পছন্দের একটা পোশাক। কিন্তু পছন্দ থাকা সত্বেও আমরা অনেকেই তা পরতে পারি না বগলের কাল দাগে কারণে। এই কাল দাগ আপনি খুব সহজেই কিন্তু দূর করতে পারবেন আলুর সাহায্যে।

আলু ব্যবহারের পদ্ধতি ১ঃ

১। ভাল করে ধুয়ে আলু টুকরা টুকরা করুন।
২। টুকরাগুলো দিয়ে ৩ মিনিট আপনার বগলে মাসাজ করুন।
৩। ৩০ মিনিট অপেক্ষা করুন এবং আলুর রসকে কাজ করার সুযোগ দিন।
৪। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

আলু ব্যবহারের পদ্ধতি ২ঃ

১। আলু কেটে তাকে মিহি করে মিশিয়ে ফেলুন।
২। মিশ্রণটা আপনার বগলে রাখুন এবং ১০ মিনিট অপেক্ষা করুন।
৩। ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

মাথা ব্যথা দূর করতে আলুর ব্যবহার :

আলুর চমৎকার কিছু ব্যবহার যা অনেকেরই অজানা চলুন জেনেনি

মাথা ব্যথায় আমরা সবাই কম বেশি ভুগে থাকি। ওষুধ খেয়ে আর কত পরিত্রাণ নিবেন, এবার একটু প্রাকৃতিক উপায় চেষ্টা করুন।
১। আলু নিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।
২। টুকরা করে সেগুলো কপালে রাখুন, ব্যান্ডেজ দিয়ে তা কপালে আটকে দিতে পারেন।
৩। শুয়ে থাকুন চোখ বন্ধ করে, ব্যথা গায়েব হবেই।

মন্তব্য করুন »

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
০৫, ফেব্রুয়ারী, ২০২০, ১১:১৪ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
লেখক সম্পর্কে »

আপনি যদি বাংলা আর্টিকেল রাইটিং এ অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে বিবিসি ফ্লাই ওয়েবসাইটে বাংলা ভাষাতে আর্টিক্যাল লেখার মাধ্যমে আয় করতে পারেন হাজার হাজার টাকা।

জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim