শীতে কোঁকড়া চুলের যত্ন | ঝলমলে কেশ পেতে ৭টি টিপস

প্রথমেই সকল কোঁকড়া চুলের অধিকারিণীদের জানাচ্ছি এই শীতে উষ্ণ অভিবাদন! কোঁকড়া চুল নিয়ে সব সময়ই কিছুটা ঝামেলা পোহাতে হয়।  কারণ এটি খুব সহজেই ফ্রিজি হয়ে যায় বা জট বেধে যায়। কিছুতেই যেন বশে আসতে চায় না। আর শীতের মৌসুমেতো কোঁকড়া চুল সুন্দর রাখা আরো কঠিন হয়ে পড়ে কারণ এই সময় বাতাসে বেশি ধুলাবালি থাকে এবং আবহাওয়ার কারণে এই চুলের সৌন্দর্য বজায় রাখা বিশেষভাবে কঠিন হয়ে পড়ে। এছাড়াও শীত আসলেই বিয়ে থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান ও পার্টির ধুম পড়ে। তাই শীতে কোঁকড়া চুলের যত্ন নেয়ার জন্য আজ নিয়ে এলাম ৭টি বিশেষ টিপস। টিপগুলো এই শীতেও আপনার চুলকে রাখবে প্রাণবন্ত ও সুন্দর। চলুন তাহলে শীতে কোঁকড়া চুলের যত্ন নেয়ার টিপ-গুলো দেখে নেই।

শীতে কোঁকড়া চুলের যত্ন | ঝলমলে কেশ পেতে ৭টি টিপস

শীতে কোঁকড়া চুলের যত্ন নিতে টিপস :

১. চুলে যেকোনো ধরনের তাপের ব্যবহার এড়িয়ে চলুন

শীতে কোঁকড়া চুলের যত্ন | ঝলমলে কেশ পেতে ৭টি টিপস

আপনার চুলে স্ট্রেইটনার বা হেয়ার ড্রায়ার-এর ব্যবহার যতটা সম্ভব কমিয়ে দিন। কারণ এগুলো ব্যবহারের ফলে আপনার চুল আরো রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়বে। এর কারণ হলো শীতের এই সময়টাতে বাতাস ও খুব শুষ্ক থাকে। তাই চুলে অতিরিক্ত তাপ দেয়ার ফলে চুল আরো রুক্ষ হয়ে পড়বে। আর তাই শুধু শীতকালে আপনার চুলের কার্লিনেস উপভোগ করুন। তাছাড়াও চুলের কার্লি-ভাবটাও কিন্তু এখনকার ফ্যাশন!

২. সবসময় কন্ডিশনার ব্যবহার করুন

শীতে কোঁকড়া চুলের যত্ন | ঝলমলে কেশ পেতে ৭টি টিপস

কোঁকড়া এবং ওয়েভি চুল খুব পোরাস  তাই প্রতিবার শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পরে চুলকে ডিপ কন্ডিশনিং করুন।  এই কন্ডিশনার চুলের আর্দ্রতা লক করতে সাহায্য করবে। ওয়েভি চুলের জন্য, চুল ধুয়ে প্রায় ২ মিনিট কন্ডিশনার ব্যবহার করুন, তারপর ধুয়ে ফেলুন এবং কোঁকড়া চুলের ক্ষেত্রে প্রায় ৫ মিনিটের মত কন্ডিশনার ইউজ করুন, তারপর ধুয়ে নিন। সুন্দর চুল পেতে চাইলে আপনার কোঁকড়া চুলে এই শীতে সপ্তাহে ২ দিন ডিপ কন্ডিশনিং করুন।

৩. হট অয়েল ট্রিটমেন্ট করুন

আপনারাতো জানেন, হট অয়েল কিভাবে সব ধরনের চুলের যত্নেই দারুণভাবে কাজ করে। আর এই শীতে আপনার কোঁকড়া চুলের সৌন্দর্য বজায় রাখতে এই হট অয়েল ট্রিটমেন্ট চুলের ডিপ কন্ডিশনিং-এর অন্তর্ভুক্ত। তাই আপনার চুলে অলিভ বা আমন্ড অয়েল ইউজ করতে পারেন। এমনকি নারকেল তেলের সাথে মিশিয়ে নিয়ে চুলায় বা ওভেনে হালকা গরম করে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে ম্যাসাজ করতে পারেন। এতে আপনার চুল পাবে পরিপূর্ণ পুষ্টি এবং চুলে আসবে শাইন।

৪. চুল ঢেকে রাখুন

এই শীতের রুক্ষ আবহাওয়া এবং ঠাণ্ডা ও ধুলাবালি থেকে আপনার চুলগুলোকে বাঁচাতে চাইলে বাইরে বের হওয়ার আগে চুলে কোন ক্যাপ পরে নিন অথবা ওড়না বা স্কার্ফ দিয়ে চুল ভালোভাবে ঢেকে নিন। তা নাহলে আপনার চুল ঠান্ডায় ফ্রিজি হয়ে যেতে পারে এবং অতিরিক্ত ধুলাবালিতে চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে।

৫. সিল্কের পিলো কভার ইউজ করুন

শীতে কোঁকড়া চুলের যত্ন | ঝলমলে কেশ পেতে ৭টি টিপস

দেহের ও চুলের সৌন্দর্য বজায় রাখতে চাইলে পর্যাপ্ত ঘুমতো অবশ্যই প্রয়োজন। কিন্তু ঘুমানোর সময় খেয়াল রাখতে হবে আপনার কার্লি চুলের সৌন্দর্য যেন ঠিকঠাক বজায় থাকে। তার জন্য শীতে কোঁকড়া চুলের যত্ন নিতে ঘুমানোর সময় সিল্ক বা সাটিনের তৈরি বালিশের কভার ইউজ করুন অথবা আপনার চুলগুলো সাটিনের স্কার্ফ দিয়ে বেধে ঘুমাতে পারেন। এতে আপনার কার্লি হেয়ার থাকবে পরম যত্নে।

৬. আপনার শরীর হাইড্রেটেড রাখুন

শীতকালে আমাদের পানি খুব কম খাওয়া হয় কারণ বাতাসে আদ্রতা থাকার কারণে আমাদের খুব একটা পিপাসা পায় না। কিন্তু শরীরের আর্দ্রতা বজায় রাখার জন্য বেশি বেশি পানি খাওয়া উচিত এই শীতের সময়। এছাড়া ও কোঁকড়া  চুলের কোমলতা বজায় রাখার জন্য বেশি বেশি পানি পানের জুড়ি নেই। তাই শীতে কোঁকড়া চুলের যত্ন নিতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।

৭. অ্যালকোহল বা ক্যাফেইন এড়িয়ে চলুন

শীতে কোঁকড়া চুলের যত্ন | ঝলমলে কেশ পেতে ৭টি টিপস

শীতকালে শরীর গরম রাখার জন্য গরম কফি এবং অ্যালকোহল জাতীয় পানীয় ব্যাপকভাবে প্রচলিত। কিন্তু এগুলো যতই জনপ্রিয় হোক না কেন বা শরীর গরম রাখুক না কেন এই পানীয়গুলো দেহের পাশাপাশি চুলকেও রুক্ষ ও শুষ্ক করে দেয়। এই পানীয়গুলো লিভার এবং পাকস্থলীতে গিয়ে বিষাক্ত টক্সিন উৎপন্ন করতে ফোর্স করে আর এগুলো ত্বক এবং চুলে জমা হয়ে চুলের সৌন্দর্য কমিয়ে চুল নিস্তেজ করে দেয়। তাই ক্যাফেইন এবং অ্যালকোহল পান করা থেকে বিরত থাকুন। তবে উষ্ণতা পেতে চাইলে গ্রিন টি পান করতে পারেন কারণ এটি অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ ও চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।

তাহলে দেখে নিলেন তো শীতে কোঁকড়া চুলের যত্ন নেয়ার ৭টি টিপস। তাহলে এই শীতে এই ৭টি মন্ত্র মেনে চলুন আর আপনার কোঁকড়া চুলগুলোকে রাখুন সুন্দর ও ঝলমলে।

মন্তব্য করুন »

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
০৫, ফেব্রুয়ারী, ২০২০, ১১:১৪ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
লেখক সম্পর্কে »

সম্পাদক ও প্রকাশক: আরিফুল ইসলাম । ফোনঃ ০১৮৭৪৪০৬৯৭৭, ফ্যাক্সঃ ৯৯৩০৪৮৬, ১০১২/১ জামতলা মোড়, শরপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬,বাংলাদেশ ই-মেইলঃ [email protected]

জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim