পেওনিয়ার (Payoneer) কি? কিভাবে ফ্রি মাষ্টারকার্ড কার্ড পাওয়া যায়।

আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে যখন জনপ্রিয় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলিতে কাজ করবেন এবং এই কাজের পারিশ্রমিক যা পাবেন সেই টাকা বাংলাদেশ থেকে পেতে হলে আপনাকে এমনই একটি অনলাইন ব্যাংকিং সেবা নিতে হবে।

আপনি খুব সহজেই আপনার অর্জিত টাকা বাংলাদেশ থেকে পেওনিয়ার মাষ্টারকার্ড কার্ডের সাহায্যে উত্তোলন করতে পারবেন। শুধু তাই নয়, আপনি আপনার অনলাইনের বিভিন্ন কেনা-কাটা, সেবা গ্রহনে পেওনিয়ার মাষ্টারকার্ড কার্ড ব্যবহার করতে পারবেন।

  • পেওনিয়ার (Payoneer) কি ?
  • কিভাবে পেওনিয়ার এ্যাকাউন্ট তৈরি করবেন ?
  • ​কি কি কারনে আপনার পেওনিয়ার এ্যাকাউন্টটি বাতিল হতে পারে ?
  • কিভাবে পেওনিয়ারে প্রথম পেমেন্ট রিকোয়েস্ট করবেন ?

পেওনিয়ার (Payoneer) কি ?

পেওনিয়ার প্রি-পেইড মাষ্টার কার্ড এমন একটি কার্ড যার মাধ্যমে আপনি যেকোন দেশের মূদ্রা (Currency) আপনার এই এ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন এবং বাংলাদেশের যেকোনো এটিএম (ATM) বুথ থেকে এই কার্ডের সাহায্যে টাকা উত্তোলন করতে পারেন।

পেওনিয়ার প্রি-পেইড মাষ্টার কার্ড

​পেওনিয়ার এ্যাকাউন্ট তৈরি করুন »

কিভাবে পেওনিয়ার এ্যাকাউন্ট তৈরি করবেনঃ

আজ আমি আপনাদের সাথে খুব সহজেই বাংলাদেশ থেকে যেভাবে কিভাবে একটি প্রি-পেইড কার্ড পেতে পারেন এ বিষয়টি নিয়ে আলোচনা করবো। তো আসুন আমরা আজ একটি পেওনিয়ার কার্ডের জন্য এ্যাপ্লিকেশন সম্পন্ন করি। এর জন্য কি কি জিনিস আগে থেকেই আপনার দরকার হবেঃ

  • আপনার ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট (যে কোনো একটি)।
  • একটি ভেরিফাইড ইমেইল।
  • বাংলাদেশের যে কোনো একটি ব্যাংকে একটি এ্যাকাউন্ট থাকতে হবে।
  • একটি ভেরিফাইড মোবাইল নাম্বার।

এখন আমাদের হাতের কাছেই সব কিছু আমরা গুছিয়ে নিয়েছি, আসুন শুরু করা যাক।

১. পেওনিয়ার করার জন্য এখানে >> ক্লিক করুন »

পেওনিয়ার (Payoneer) মাষ্টারকার্ড কার্ড

২. এমন একটি স্ক্রিন আপনার সামনে আসবে, এখান থেকে আপনি সাইন-আপ (Sign Up) এ ক্লিক করুন।

পেওনিয়ার (Payoneer) মাষ্টারকার্ড কার্ড

৩. এবার আপনি এই ফর্মটি পূরণ করুন। মনে রাখবেন, আপনি একজন ব্যক্তি হিসেবে এ্যাকাউন্ট করছেন, কোম্পানি হিসেবে নয়। আপনার নাম এবং জন্ম তারিখ অবশ্যই আপনার ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট (যে কোনো একটি) এর হুবহু মিল রেখে করতে হবে।

পেওনিয়ার (Payoneer) মাষ্টারকার্ড কার্ড

৪. এখানে আপনি এমন একটি ঠিকানা ব্যবহার করবেন যেখানে চিঠি সঠিকভাবে পৌছাবে। কারন, এই ঠিকনাতেই আপনার পেওনিয়ার (Payoneer) মাষ্টারকার্ড কার্ডটি আসবে। আপনার নিজের মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করুন। 

পেওনিয়ার (Payoneer) মাষ্টারকার্ড কার্ড

৫. এখানে আপনি এ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং একটি সিকিউরিটি প্রশ্ন সেট করবেন। এরপর আপনার ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট (যে কোনো একটি) এর নম্বার দিন এবং এটি কোন দেশের জন্য প্রযোজ্য সেই দেশের নাম লিখুন। 

পেওনিয়ার (Payoneer) মাষ্টারকার্ড কার্ড

৬. অভিনন্দন! আপনি সঠিক ভাবে পেওনিয়ার কার্ডের জন্য এ্যাপ্লিকেশন করতে পেরেছেন। এবার আপনার এ্যাপ্লিকেশনটি পেওনিয়ার টিম রিভিউ করবে এবং আপনাকে কিছুদিনের মধ্যেই অনুমোদন দিয়ে একটি ইমেইল করবে।

পেওনিয়ার (Payoneer) মাষ্টারকার্ড কার্ড

 

এরকম একটি ইমেইল আপনি পেওনিয়ার থেকে পাবেন, এ্যাকাউন্ট করা সম্পন্ন হয়ে গেলে। টিপসঃ অনেক সময় পেওনিয়ার এর ইমেইলগুলি ইনবক্সে আসে না, তাই আপনি ইমেইল না পেলে স্প্যাম (Spam) এ চেক করে দেখুন ।

চলুন আমরা আমাদের তৈরি করা পেওনিয়ার (Payoneer) এ্যাকাউন্টে প্রথম বার প্রবেশ করি।

আপনি এ্যাকাউন্টে লগ-ইন (Login) করার জন্য এখানে ক্লিক করুন বা সরাসরি পেওনিয়ারের ওয়েবসাইট এ ভিজিট করুন।

পেওনিয়ার (Payoneer) মাষ্টারকার্ড কার্ড

এখানে আপনি আপনার সঠিক ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।

পেওনিয়ার (Payoneer) মাষ্টারকার্ড কার্ড

এখন আপনি আপনার এ্যাকাউন্টের সিকিউরিটি বৃদ্ধির জন্য আরো দুটি সিকিউরিটি প্রশ্ন সেট করবেন। মনে রাখবেন, এই প্রশ্নের সঠিক উত্তর আপনাকে মনে রাখতে হবে।

পেওনিয়ার (Payoneer) মাষ্টারকার্ড কার্ড

এটি হচ্ছে আপনার পেওনিয়ার এ্যাকাউন্ট, যেটি প্রাথমিক অবস্থায় রিভিউতে রয়েছে। এভাবে ৪-৫টি কর্মদিবস পরে আপনার কাছে এ্যাকাউন্ট সম্মতি (Approval) একটি ইমেইল আসবে। আপনি তখন বুঝতে পারবেন যে, আপনার এ্যাকাউন্টটি পে​ওনিয়ার অনুমোদন দিয়েছে।

পেওনিয়ার (Payoneer) মাষ্টারকার্ড কার্ড

আগে বাংলাদেশ থেকে এ্যাকাউন্ট অনুমোদন দিলেই আপনার জন্য একটি মাষ্টার কার্ড পাঠিয়ে দেয়া হতো। কিন্তু বর্তমানে আর আপনি এই সুবিধা পাবেন না। চিন্তা করার কিছুই নেই। কারন কার্ড আনাটা এখনও ফ্রি। তবে নিয়মটা বদলেছে, অবশ্য আমার খুবই ভালো লেগেছে নতুন নিয়মটি। কারন, আগে বাংলাদেশ থেকে প্রয়োজনে বা অপ্রয়োজনে বা সখের বশে কার্ড অর্ডার করা হতো, এখন অন্তত সেটি কমে যাবে।

আপনার পেওনিয়ার এ্যাকাউন্টটি অনুমোদন পাবার পরে আপনার কাজ হচ্ছে আপনার এই এ্যাকাউন্টে ১০০ ডলার (100$) জমা করতে হবে। এই টাকাটি আপনি অন্য যেকোনো একটি পেওনিয়ার এ্যাকাউন্ট থেকে নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি ডলারটি কোনো মার্কেটপ্লেস থেকে কাজ করে লোড করেন। ১০০ ডলার ডিপজিট হলেই আপনার এ্যাকাউন্টে কার্ডে এ্যাপ্লাই করার জন্য একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনি ফ্রিতেই (FREE) পূর্বের মত কার্ডের জন্য এ্যাপ্লাই করতে পারবেন।

প্রথম ১০০০ ডলার আপনার এ্যাকাউন্টে জমা হলেই, আপনি পাবেন ২৫ ডলার সম্পূর্ণ ফ্রি 

​কি কি কারনে পেওনিয়ার এ্যাকাউন্ট বাতিল হতে পারেঃ

  • ​যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে, তারপরেও আপনি ভুয়া ভোটার আইডি কার্ড তৈরি করেন এবং সেটি দিয়ে এ্যাপ্লাই করেন।
  • যদি আপনি আপনার ব্যক্তিগত তথ্য গোপন বা পরিবর্তন করে দেন।
  • মাষ্টার কার্ড পাবার আশায় যদি আপনি দেশের ভিতর থেকে ১০০ ডলার পেমেন্ট লোড করেন।

​আপনাকে মনে রাখতে হবে, আপনার সকর তথ্য পেওনিয়ার টিম যাচাই-বাছাই করেই আপনার এ্যাকাউন্ট কে অনুমোদন দিয়ে থাকে। সুতরাং, ভুল তথ্য দেয়া একেবারেই ঠিক না।  এছাড়া, বাংলাদেশের ভিতর থেকে কারো কাছ থেকে ডলার কিনে এ্যাকাউন্টে আনাও ঠিক না। কারন, পেওনিয়ার এ্যাকাউন্টটি আপনি ব্যবহার করবেন ইন্টারন্যাশনাল লেনদেনের জন্য কিন্তু তা না করে যদি আপনি এ দেশ থেকেই সকল লেনদেন করেন তাহলে তো এ্যাকাউন্ট সাসপেন্ড হবেই।

আশা করছি পোষ্টটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন।  কেননা, এখনও অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং করছে অথচ সঠিক ভাবে পেমেন্ট নিয়ে আসতে পারছেনা। এবং কিছু অসাধূ শ্রেণীর মানুষ দ্বারা তারা ভুল পথে চলে যাচ্ছে বা প্রতারিত হচ্ছে। তাই, আমি আশা করবো আপনারা পোষ্টটি অবশ্যই শেয়ার করবেন। আপনার যেকোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য করুন »
Rakib hasan - ১৪, অক্টোবর, ২০১৯, ৬:০৮ অপরাহ্ণ - উত্তর করুন

ভালো

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
লেখক সম্পর্কে »

থেমে গেছি,কিন্তু হেরে যায়নি..!! আবার যদি চলা শুরু করি গন্তব্য পৌঁছানো পর্যন্ত কেউ থামাতে পারবেনা.....!!

জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৫, জুলাই, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ - লতিফা বেগম
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim