কনটেন্ট রাইটিং কি? কনটেন্ট রাইটারদের যোগ্যতা এবং ভালো কনটেন্ট তৈরির উপায়?

টিআইবিঃ বর্তমানে স্কুল কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী বা গৃহিণী, অনেকেই শখের বশে লেখালেখি করতে পছন্দ করেন। কিন্তু আপনার লেখার মান ভালো হলে এই শখের কাজ থেকেই আয় করা সম্ভব। তাছাড়া আপনার লেখা প্রিন্ট মাধ্যম বা অনলাইনে প্রকাশিত হলে আপনি সবার কাছ থেকে পাবেন বাড়তি কদর।অফলাইন ও অনলাইন দুইভাবেই কনটেন্ট রাইটিংয়ের মাধ্যমে আয় করা সম্ভব। দেশের বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনের জন্য আর্টিকেল লিখে অফলাইনে আয় করা যায়। আর অনলাইনে আয় করতে আপওয়ার্ক, ফিভার, ফ্রিল্যান্সারসহ অন্যান্য অনলাইন মার্কেট প্লেসে নিবন্ধন করে খুঁজে নিতে হবে নিজের পছন্দের লেখালেখির কাজটি। কনটেন্ট রাইটিং কি?

যাদের ইংরেজীতে অগাধ দক্ষতা তারাই নিজেদেরকে রাইটার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন উদ্দেশে আর্টিকেল লিখা হয়। ব্লগ আর্টিকেল ছাড়াও প্রোডাক্টের রিভিউ, সার্ভিসের সেলস পেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য রিসোর্স বই, ব্রশিউর, লিফলেট বা অন্যান্য প্রচারনার কাজে রাইটারদের আরটিকেল লিখার প্রয়োজন হয়।

কনটেন্ট রাইটিং কয় ধরনের হতে পারে?

বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনে বিভিন্ন কনটেন্ট রাইটিংয়ের কাজ দিয়ে থাকেন। কনটেন্ট রাইটিংয়ের কাজ বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে কিছু ধরন হলো;

  • ওয়েবসাইট কনটেন্ট রাইটিং,
  • ব্লগ রাইটিং,
  • ই-বুক রাইটিং,
  • নিউজ কনটেন্ট রাইটিং,
  • এসইও কনটেন্ট রাইটিং,
  • অ্যাফিলিয়েট কনটেন্ট রাইটিং,
  • পণ্যের রিভিউ লেখা,
  • পণ্যের বর্ণনা লেখা,
  • একাডেমিক কনটেন্ট রাইটিং,
  • সিভি রাইটিং,
  • ট্রান্সক্রিপশন রাইটিং,
  • গবেষণার কাজ,
  • বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও ব্রশিউর রাইটিং ইত্যাদি।

এছাড়াও রি-রাইটিং, প্রুফরিডিং ও এডিটিংয়ের কাজও করা যায়।

কনটেন্ট রাইটিং কি? কনটেন্ট রাইটারদের যোগ্যতা এবং ভালো কনটেন্ট তৈরির উপায়?

কনটেন্ট রাইটারদের যোগ্যতাঃ

যে কেউই কনটেন্ট রাইটার হতে পারেন। কনটেন্ট রাইটার হিসেবে কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করতে চাইলে স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হতে পারে। তবে কন্ট্রিবিউটর হিসেবে বা অনলাইনে কাজ করার ক্ষেত্রে তেমন কোনো ডিগ্রির প্রয়োজন নেই। লেখার ভালো হাত থাকলে যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকেই ভালো কনটেন্ট রাইটার হওয়া সম্ভব। ভাষাগত দক্ষতা ও বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান থাকলে যে কেউই স্বাধীন আয়ের উৎস হিসেবে বিভিন্ন কনটেন্ট লিখতে পারেন। তবে যেহেতু এটি একটি সৃজনশীল পেশা, সেহেতু পূর্ব অভিজ্ঞতা আর লেখার মানের উপর নির্ভর করে কাজ পাওয়া সম্ভব।

একজন কন্টেন্ট রাইটারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • বাংলায় লিখতে চাইলে বাংলা ভাষা ও ব্যাকরণের উপর ভালো জ্ঞান;
  • ইংরেজিতে লিখতে চাইলে ইংরেজি ভাষা ও ব্যাকরণের উপর ভালো জ্ঞান;
  • কোন বিষয় নিয়ে গবেষণা করার দক্ষতা;
  • সহজেই বোঝা যায়, এমনভাবে লেখার ক্ষমতা;
  • লেখার ভেতর বৈচিত্র্য নিয়ে আসতে পারা;
  • ঠিক বানানে দ্রুত লেখার অভ্যাস।
  • টেকনিক্যাল বিষয়ে লিখতে হলে সে বিষয়ের উপর দীর্ঘমেয়াদী পড়াশোনা থাকা জরুরি। যেমনঃ ইতিহাসের ছাত্র হয়ে থাকলে মেডিকেল প্রযুক্তি নিয়ে লেখা আপনার জন্য কষ্টসাধ্য হবে।
  • অনলাইনে কাজ করার জন্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (যেমনঃ ওয়ার্ডপ্রেস) আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) নিয়ে ভালো ধারণা থাকলে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে অনেক।

পেশা হিসেবে কনটেন্ট রাইটিংঃ

কনটেন্ট রাইটিং থেকে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব, তা নির্দিষ্ট করে বলা মুশকিল। দেশের পত্রিকা ও ম্যাগাজিনের জন্য আর্টিকেল লিখলে প্রতিটি লেখা ছাপা হলে নির্দিষ্ট পরিমাণ সম্মানী পাওয়া যায়। অন্যদিকে বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমের উল্লেখযোগ্য প্রসারের কারণে প্রয়োজন পড়ছে অধিক সংখ্যক অনলাইন কনটেন্টের। অনলাইন প্ল্যাটফর্মে কাজ করলে নির্দিষ্ট সময়ের মধ্যে একেকটি কাজ জমা দিয়ে নির্দিষ্ট পরিমাণ ডলার আয় করা সম্ভব। অনলাইনে কাজ করার ক্ষেত্রে শুরুর দিকে উচিত কম পারিশ্রমিকের বিনিময়ে ভালো মানের কাজ প্রদান করে সেবাগ্রহীতার থেকে ভালো মন্তব্য আদায় করে নেওয়া। তবে প্রথমেই পূর্ণ পেশা হিসেবে কনটেন্ট রাইটিংয়ের আয়ের ওপর নির্ভর না করে পড়াশোনা বা অন্যান্য কাজের পাশাপাশি লেখালেখির কাজটি চালিয়ে যাওয়া উচিত। অভিজ্ঞতা ও কাজের সংখ্যা বৃদ্ধি পেলে ভালো মানের কাজের বিপরীতে পারিশ্রমিকও বেশি পাওয়া যাবে। তখন কনটেন্ট রাইটিংকে পূর্ণ পেশা হিসেবে নেওয়ার কথা ভাবা যেতে পারে।

মন্তব্য করুন »
Jihadtelecom - ১৩, ফেব্রুয়ারী, ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ণ - উত্তর করুন

দারুণ

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।
Milon Hasan Evan - ১২, মার্চ, ২০২০, ৩:৫৯ পূর্বাহ্ণ - উত্তর করুন

ওকে

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।
Nadimul Islam - ১২, মার্চ, ২০২০, ৮:২৪ পূর্বাহ্ণ - উত্তর করুন

Nice

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।
Rion khan - ২২, মার্চ, ২০২০, ১১:২৯ অপরাহ্ণ - উত্তর করুন

Nice

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।
Jahangir Alam - ১২, এপ্রিল, ২০২০, ১১:৩৪ অপরাহ্ণ - উত্তর করুন

Nice

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।
Miftahul Islam Nasheet - ২৩, এপ্রিল, ২০২০, ৭:১৭ অপরাহ্ণ - উত্তর করুন

Hmm..

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।
Shamsad - ২৬, এপ্রিল, ২০২০, ৫:৫৫ অপরাহ্ণ - উত্তর করুন

Valoi

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

একটি মন্তব্য করতে প্রবেশ বা নিবন্ধন করতে হবে।

 

এই সম্পরকিত আরও »
লেখক সম্পর্কে »
জনপ্রিয় পোস্ট »
০৮, জুলাই, ২০১৯, ২:১০ অপরাহ্ণ - বিবিসি ফ্লাই
১৬, অক্টোবর, ২০১৯, ৩:০৪ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
০৪, সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩৬ পূর্বাহ্ণ - মেসিলা ইয়াসমিন
২৭, নভেম্বর, ২০১৯, ৪:৪১ পূর্বাহ্ণ - ডাক্তার ফাহামিদা সাবিনা
সাম্প্রতিক লেখাসমূহ »
২২, আগস্ট, ২০২১, ৪:৫৭ পূর্বাহ্ণ - Aysha
১৪, আগস্ট, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - Aysha Biswas
২৩, জুলাই, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ - Akhi Akber
২৩, জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ - Sidratul Momotha Rim